ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পটিয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৫:৪৪, ২৫ নভেম্বর ২০১৭

পটিয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২৪ নবেম্বর ॥ পটিয়া সদরে এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অজ্ঞাতনামা ওই ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর। শুক্রবার সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার আরাকান মহাসড়কের পটিয়া সরকারী কলেজের পূর্ব গেটের নিরিবিলি হোটেলের পাশে এ ঘটনা ঘটে। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা হামলাকারী আবদুল মান্নান (৪০) নামের ওই ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। সে চন্দনাইশ উপজেলার ছৈয়দাবাদ গ্রামের জাফর মিয়ার ছেলে। গণপিটুনির শিকার মান্নানকে মুমূর্ষু অবস্থায় প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে পটিয়া সরকারী কলেজের পূর্ব গেট এলাকায় এক ব্যক্তি হাতুড়ি নিয়ে অপর ব্যক্তিকে তাড়া করে। একপর্যায়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা ব্যক্তিকে হত্যা করে। শুধু তাই নয়, নিহতের লাশ মহাসড়কের মাঝখানে টেনে এনে ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে চেহারা বিকৃত করে দেয়। ঘটনার সময় প্রতিবাদ করায় হামলাকারী মান্নান কয়েকজনকে লক্ষ্য করে ইটপাটকেলও ছুড়ে মারে। অবশ্য পরে সিএনজিচালক ও বেশ কয়েক ছাত্র মিলে মান্নানকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। পটিয়া থানার উপ-পরিদর্শক আবু মোঃ জাহের বলেন, কী কারণে ঘটনা হয়েছে তা পুলিশ খোঁজার চেষ্টা করছে। তবে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে নিহত হয়েছে সে পাগল। গ্রেফতারকৃত মান্নান জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে তার স্ত্রীর সঙ্গে পরকীয়া করার কারণে অজ্ঞাতনামা ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। গোপালগঞ্জে কৃষককে কুপিয়ে খুন নিজস্ব সংবাদদাতা গোপালগঞ্জ থেকে জানান, গোপালগঞ্জে গ্রাম্য আধিপত্য নিয়ে বিরোধের জের ধরে ইলিয়াস মুন্সি (৫৩) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার সকালে ওমর কাজী (৫০) ও মুক্তার কাজীকে (৫৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মুকসুদপুর থানার ওসি জানান, গোবিন্দপুর গ্রামের আধিপত্য নিয়ে ফরিদ মুন্সি ও ইঞ্জিনিয়ার আলী আজমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ছয় মাস আগে ফরিদ মুন্সির সমর্থক কৃষক ইলিয়াস মুন্সিকে ইঞ্জিনিয়ার আলী আজমের সমর্থকরা মারপিট করে। এ ঘটনায় ইলিয়াস মুন্সি বাদী হয়ে ইঞ্জিনিয়ার আলী আজমের সমর্থকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এছাড়াও দু’গ্রুপের দ্বন্দ্ব-সংঘাত নিয়ে গোপালগঞ্জ আদালতে ও মুকসুদপুর থানায় একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার রাতে ইলিয়াস গোবিন্দপুর গ্রামের বাড়ি থেকে বের হয়ে একই গ্রামে মামার বাড়িতে যায়। রাত সাড়ে ৯টার দিকে মামার বাড়ি থেকে ফেরার পথে গোবিন্দপুর রাস্তার ওপর প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। মুন্সীগঞ্জে যুবক স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, লৌহজংয়ে জবাই করা অজ্ঞাত এক যুবকের (২৪) লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে বালিগাঁও গাংচিল বাসস্ট্যান্ডসংলগ্ন খালপাড় হতে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। লৌহজং থানার ওসি জানান, নিহত ওই ব্যক্তির লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। রাঙ্গুনিয়ায় যুবক নিজস্ব সংবাদদাতা রাঙ্গুনিয়া থেকে জানান, রাঙ্গুনিয়ায় আব্দুল হামিদ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার পোমরা ইউনিয়নের গোচরা বাজারের একটি পরিত্যক্ত দোকানের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। সে বেতাগী ইউনিয়নের গুনগুনিয়া বেতাগীর মাজারপাড়া এলাকার আহমদ ছাপার ছেলে। তাকে হাত-পা বেঁধে পিটিয়ে খুন করে গুম করার উদ্দেশ্যে দোকানের ভেতর লুকিয়ে রাখা হয়েছে বলে ধারাণা করছেন স্থানীয়রা। নিহতের ছোট ভাই ইমাম হোসেন সাগর বলেন, আমার ভাই পেশায় একজন সেল্সম্যান ছিলেন। বিভিন্ন পণ্য ট্রলিভ্যানে নানা বাজারে পাইকারি বিক্রি করতেন তিনি। বৃহস্পতিবার দুপুর ১২টায় তিনটি ছেলে ঘর থেকে আমার ভাইকে ডেকে নিয়ে যায়। এরপর আর কোন খবর পাইনি।
×