ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

প্রকাশিত: ০৫:৪৪, ২৫ নভেম্বর ২০১৭

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ীর পালপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ৮ শতাধিক ব্যক্তির ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত স্বেচ্ছাসেবী সংগঠন ‘সূর্যকিরণ রক্তদান সংস্থা’ এ কর্মসূচীর আয়োজন করে। সংগঠনের রক্ত পরিসঞ্চালন সম্পাদক সাদিকুল ইসলাম, রোগী কল্যাণ সম্পাদক মুরসালিন ও সংগঠনের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলামের তত্ত্বাবধানে ক্যাম্পটি পরিচালিত হয়। এতে স্থানীয় ৮ শতাধিক ব্যক্তির রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। বালু উত্তোলনের দায়ে দন্ড- নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৪ নবেম্বর ॥ সদরপুরে আড়িয়াল খাঁ নদের পাড় থেকে খননযন্ত্র আটক ও আসাদুজ্জামানকে (৩৮) ছয় মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুর ১টার দিকে চরমানাইর ইউনিয়নের আদেল মোল্লারকান্দি গ্রামে এ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূরবী গোলদার। আসাদুজ্জামান আদেল মোল্লাকান্দি গ্রামের আব্দুস ছালামের ছেলে। ইউএনও পূরবী গোলদার বলেন, ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ‘এ’ ধারায় ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের বিনাশ্রম কারাদ-ে দ-িত করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
×