ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাইফ আহমেদের দুই নাটকে ইমন ও বাঁধন

প্রকাশিত: ০৫:৩৮, ২৫ নভেম্বর ২০১৭

সাইফ আহমেদের দুই নাটকে ইমন ও বাঁধন

স্টাফ রিপোর্টার ॥ চিত্রনায়ক ইমন ও র্বাধন। তাদের দুই জনের বন্ধুত্ব অনেক দিনের। তারা সর্বশেষ এক সঙ্গে কাজ করেছিলেন ২০১৫ সালে। এবার দীর্ঘদিন পর তারা এক সঙ্গে কাজ করছেন। তাও আবার একটি নয়, দুই নাটক করেছেন তারা। নাম ‘নিরুদ্দেশ ভালবাসা’ ও ‘অদ্ভুত মায়াজাল’। সৈয়দ ইকবালের রচনায় নাটক গুলো পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ।এ দুই তারকার সম্পর্ক নিখাদ বন্ধুত্বের। প্রায় দুই বছর আগে একটি নাটকে জুটি বেঁধেছিলেন তারা। এর পর আর কোনো নাটকের সেটে দেখা হয়নি ইমন-বাঁধনের।এ প্রসঙ্গে বাঁধন বলেন, তিন মাস পর ক্যামেরার সামনে দাঁড়ালাম। এখন থেকে ফের নিয়মিত কাজ করব। দুটি নাটকের গল্পই দারুণ। আমি আর ইমন কাজ করলাম। ব্যক্তি জীবনেও ইমন আমার ভাল বন্ধু। ওর সঙ্গে কাজের বোঝাপড়াটাও ভাল। তাই কাজ করে ভাল লেগেছে। বাঁধন আরও বলেন,আমার ক্যারেক্টার এবং গল্প পছন্দ না হলে কাজ করি না। সেই দিক থেকে ‘নিরুদ্দেশ ভালবাসা’ ও ‘অদ্ভুত মায়াজাল’ অন্যরকম গল্প এবং আমার চরিত্র অসাধারণ। কাজটি করে মজা পেয়েছি ।ইমন বলেন,অনেকদিন পর বন্ধু বাঁধনের সঙ্গে দুটি নাটকে কাজ করলাম। গল্পের প্রয়োজনেই আমরা জুটি হয়েছি। দারুণ ভাল দুটি কাজ। আশা করি দর্শকরা নাটক দুটি দেখে আনন্দ পাবেন।ইমন আরও বলেন, আসলে গল্প পছনদ না হলে তেমন নাটকে অভিনয় করা হয় না। ‘নিরুদ্দেশ ভালবাসা’ ও ‘অদ্ভুত মায়াজাল’ অন্যরকম গল্প। নাটকের শেষে অন্যরকম একটা চমক রয়েছে। নাটক দুটিতে ইমন, বাঁধন ছাড়া আরো অভিনয় করেছেন রুহী, পীরজাদা, লুনা খান, রবি বাবু প্রমুখ। নাটক দুটি খুব শীঘ্রই একটি টিভি চ্যানেলে প্রচার হবে।
×