ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নগরীর রাস্তার বেহাল দশায় নাকাল রাজধানীবাসী

প্রকাশিত: ০৫:৩৫, ২৫ নভেম্বর ২০১৭

নগরীর রাস্তার বেহাল দশায় নাকাল রাজধানীবাসী

স্টাফ রিপোর্টার ॥ সড়কের দুর্ভোগ পিছু ছাড়ছে না শহরবাসীকে। নগরীর বেশ কিছু রাস্তার বেহাল দশায় নাকাল রাজধানীবাসী। পথ চলায় খানাখন্দ আর গর্তে পড়ে আহত হচ্ছেন অনেকে, নষ্ট হচ্ছে যানবাহন, নির্বিকার কর্তৃপক্ষ। রাজধানীর মোহাম্মদপুরের তিন রাস্তার মোড় থেকে কৃষি মার্কেট পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ সড়ক। নগরীর পাশ ঘেঁষে গাবতলী থেকে সদরঘাট পর্যন্ত বেড়িবাঁধের রাস্তাটি বাইপাস সড়ক হিসেবেই পরিচিত ঢাকাবাসীর কাছে। শহরের যানজট কমাতে এ রাস্তা খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় দিন-রাত ব্যস্তও থাকে এ সড়কটি। মোহাম্মদপুর তিন রাস্তার মোড় থেকে কৃষি মার্কেট পর্যন্ত রাস্তায় ধুলোবালি, কালো ধোঁয়া আর রাস্তার বড় বড় গর্ত দেখেই অভ্যস্ত এ এলাকার বাসিন্দারা। গত কয়েকবছরেও সংস্কার করা হয়নি সড়কটি। এলাকাবাসী বলেন, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ধুলোবালি আর গর্তে পড়ে অভ্যস্ত হয়ে গেছি আমরা। সরকারের বিষয়টি দ্রুত দেখা উচিত। তবে শুধু এই সড়ক নয় বরং একই চিত্র রাজধানীর বসিলা সড়ক, মোহাম্মদপুর সড়ক, সাদেক খান সড়ক, কাটাসুর সড়ক ও রায়েরবাজার বধ্যভূমি এলাকার সড়কের। নিদারুণ দুর্ভোগ এখন নিত্যদিনের সঙ্গী মোহাম্মদপুরবাসীর। অসুস্থতা পিছু ছাড়ছে না তাদের। এলাকাবাসী মনে করেন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জমে থাকা পানিতেই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাগুলো। এই রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াতকারী কয়েকজন বলেন, এখানে নিয়মিত দূষণ হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থা ঠিক করার পর রাস্তাগুলো ঠিক করা দরকার। কারণ জমে থাকা পানিতেই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কগুলো। ভাঙা রাস্তায় যানবাহনের প্রায়ই ক্ষতি হওয়ায় ক্ষুব্ধ সড়কটি ব্যবহারকারীরা। তারা বলেন, এখান দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় শুধু দুর্ভোগই নয় বরং গাড়ির ক্ষতিও হচ্ছে। এছাড়া আমাদের অসুস্থতা লেগেই আছে। দীর্ঘদিনেও এ রাস্তা সংস্কার না হওয়ায় নিরাশ হয়ে সেবা সংস্থাগুলোকে দোষারোপ করাও ছেড়ে দিয়েছেন এলাকার বাসিন্দারা।
×