ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লুচি চোর বানর

প্রকাশিত: ০৫:২৩, ২৫ নভেম্বর ২০১৭

লুচি চোর বানর

ভারতের রাজধানী নয়াদিল্লীর একটি মন্দিরের বাইরে বসে আনমনে খাবার খাচ্ছিল এই শিশু। এতে বিপত্তি ঘটাল একটি বানর। শিশুর থালা থেকে ছোঁ মেরে লুচি চুরি করে খেতে শুরু করল এটি। অগত্যা শিশুটি শুধু ডাল খেয়ে ক্ষুধা মেটাল। ছবিটি বুধবার তোলা -এএফপি ফেসিয়াল রিকগনিশনে ডেটা দোকানে কেনাকাটার সময় গ্রাহকদের ডেটা সংগ্রহ করতে ফেসিয়াল রিকগনিশন ব্যবস্থা ব্যবহার করছে খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো, এমন তথ্য প্রকাশ করেছে একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। গ্রাহক ও তাদের আচরণবিষয়ক তথ্য সংগ্রহে ফেসিয়াল রিকগনিশন ব্যবস্থা ব্যবহার নিয়ে খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করে জেওএস, বলা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে। -ওয়েবসাইট
×