ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ববি’র স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু

প্রকাশিত: ০১:৪৮, ২৪ নভেম্বর ২০১৭

ববি’র  স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ২০১৭-১৮ শিক্ষাবর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) স্নাতক সম্মান প্রথমবর্ষের দুই দিনব্যাপী ভর্তি পরীক্ষা শুক্রবার শুরু হয়েছে। এ বছর ছয়টি অনুষদের অধীন ২২টি বিভাগের এক হাজার ৩৭৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার্থী ২৭ হাজার ১০৬ জন। প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্ধীতা করছেন ২০জন পরীক্ষার্থী। শুক্রবার প্রথম দিনের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘খ’ ইউনিটে ৫৩০টি আসনের বিপরীতে ৪ হাজার ৫৩৪ জন এবং বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত ‘গ’ ইউনিটে ৩০০টি আসনের বিপরীতে চার হাজার ৭২০জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। আজ শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দ্বিতীয় দিনের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘ক’ ইউনিটের ৫৪৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন ১১ হাজার ৬৬০জন শিক্ষার্থী। ববি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম ইমামুল হক বলেন, বিভিন্ন পদক্ষেপ নেয়ার কারণে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন আশঙ্কা নেই।
×