ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তাজরীন দুর্ঘটনার শিকার

আমি কোন কাজ করতে পারি না, আমার দায়িত্ব কে নেবে ॥ সবিতা

প্রকাশিত: ০৭:৩২, ২৪ নভেম্বর ২০১৭

আমি কোন কাজ করতে পারি না, আমার দায়িত্ব কে নেবে ॥ সবিতা

স্টাফ রিপোর্টার ॥ ‘এখন আমি মৃত জীবনযাপন করছি। কোন কাজ করতে পারি না। আমার দায়িত্ব কে নেবে? আমার তিন মেয়েকে পড়াতে পারছি না।’ কথাগুলো বললেন, তাজরীন দুর্ঘটনার শিকার আহত শ্রমিক সবিতা রানী। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে একশনএইড বাংলাদেশ আয়োজিত ‘নারীবান্ধব ও নিরাপদ কর্মপরিবেশ সম্মিলন’-এ তিনি এ কথা বলেন। এতে বক্তব্য রাখেন গবেষক, শ্রমিক নেতা, উন্নয়ন কর্মী ও সাধারণ শ্রমিকরা। তাজরীন অগ্নিকা-ের পাঁচ বছর পূর্তির প্রাক্কালে ‘সবার হোক অঙ্গীকার নিরাপদ ও নারীবান্ধব কর্মপরিবেশ গড়ার’ স্লোগান নিয়ে এই আয়োজন করে একশনএইড বাংলাদেশ। উদ্দেশ্য নারীবান্ধব ও নিরাপদ কর্মপরিবেশ সম্পর্কে সংশ্লিষ্ট পক্ষসমূহকে উদ্বুদ্ধ করা। অনুষ্ঠানের সঞ্চালক ও একশনএইড বাংলাদেশের পরিচালক আসগর আলী সাবরী বলেন, ‘নারীবান্ধব কর্মক্ষেত্র নিশ্চিত করা গেলে পোশাক খাতে নারীর অংশগ্রহণ আরও বাড়বে।’ অনুষ্ঠানের বিশেষ অতিথি ইউরোপীয় ইউনিয়নের কর্মসূচী ব্যবস্থাপক লাইলা জেসমিন বানু বলেন, ‘সবিতা রানীর মতো আহত শ্রমিকের যন্ত্রণা আমাদের ভাবিয়ে তুলেছে। আমরা চাই না কোন শ্রমিক নির্মম দুর্ঘটনার শিকার হোক।’
×