ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বর্ধমান বিস্ফোরণ

কলকাতায় তিন বাংলাদেশী জঙ্গী গ্রেফতার

প্রকাশিত: ০৭:৩১, ২৪ নভেম্বর ২০১৭

কলকাতায় তিন বাংলাদেশী জঙ্গী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান বিস্ফোরণের সঙ্গে জড়িত আরও তিন জঙ্গীকে গ্রেফতার করেছে কলকাতার স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। তাদের মধ্যে দুজন বাংলাদেশী। গ্রেফতাররা নিষিদ্ধ জঙ্গী সংগঠন জামা’তুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। তাদের ১৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে কলকাতার আদালত। তিন জঙ্গীকে জিজ্ঞাসাবাদ করছে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা। গ্রেফতারদের ঢাকায় বড় ধরনের নাশকতা চালানোর পরিকল্পনা ছিল। গত ২১ নবেম্বর কলকাতা স্টেশন থেকে লালবাজারের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) সামশাদ মিয়াঁ ওরফে তনবির ও রিয়াজুল ইসলাম ওরফে সুমন নামে দুই বাংলাদেশীকে গ্রেফতার করে। তারা বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য বলে ভারতীয় পুলিশের দাবি। গ্রেফতাররা কলকাতার আশপাশে আস্তানা গেড়ে বাংলাদেশে বড় ধরনের নাশকতামূলক কাজকর্ম চালানোর পরিকল্পনা করছিল। সে লক্ষ্যেই গ্রেফতারকৃত জঙ্গীরা কাজ করছিল বলে ভারতীয় গোয়েন্দাদের বরাত দিয়ে দেশটির আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সামশাদদের সঙ্গে গ্রেফতার হয়েছে মনোতোষ দে ওরফে শ্যামল দে ওরফে জিয়ারুল নামে এক অস্ত্র ব্যবসায়ী। এবিটির আরও কয়েক সদস্য বাংলাদেশ থেকে গিয়ে কলকাতায় ঘাঁটি গাড়ার কাজে যুক্ত ছিল। তারা অভিযানের আগেই পালিয়ে গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
×