ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিদ্যুতের মূল্যবৃদ্ধি

৩০ নবেম্বর সারাদেশে হরতাল ডেকেছে বাম দল

প্রকাশিত: ০৭:৩০, ২৪ নভেম্বর ২০১৭

৩০ নবেম্বর সারাদেশে হরতাল ডেকেছে বাম দল

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৩০ নবেম্বর সারাদেশে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বিভিন্ন বাম রাজনৈতিক দল। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার এক জরুরী সভায় খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩৫ পয়সা বৃদ্ধির প্রতিবাদ এবং অবিলম্বে বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে আগামী ৩০ নবেম্বর সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশে হরতাল আহ্বান করা হয়েছে। সভায় নেতারা বলেন, একদিকে নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে। চালের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এই প্রেক্ষাপটে বিদ্যুতের আরেক দফা দাম বাড়ানো মড়ার ওপর খাড়ার ঘায়ের শামিল। নেতারা বলেন, যখন বিদ্যুতের দাম কমানোর জন্য আলোচনা হচ্ছে ; শুনানি হয়েছে ; তখন কেন আবারও দাম বাড়বে তা বোধগম্য নয়। বিদ্যুতের দাম বাড়ানো মানেই হলো সাধারণ মানুষকে আরও কষ্টের দিকে ঠেলে দেয়া। দেশের বেশিরভাগ মানুষ সরকারের এমন সিদ্ধান্তের বিরোধিতা করবে। অথচ সরকার নিজেদের ইচ্ছা মাফিক কাজ করছে। এটা কারও কাম্য হতে পারে না। নেতৃবৃন্দ বিদ্যুতের দাম বৃদ্ধির এই গণবিরোধী ঘোষণা প্রত্যাহারে সরকারকে বাধ্য করার জন্য আগামী ৩০ নবেম্বরের হরতালে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
×