ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফিফা এক্সিকিউটিভ ফুটবল সামিটে সালাউদ্দিন

প্রকাশিত: ০৬:৫৫, ২৪ নভেম্বর ২০১৭

ফিফা এক্সিকিউটিভ ফুটবল সামিটে সালাউদ্দিন

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। এই খেলাটির আরও প্রচার, প্রসার ও জনপ্রিয়তার এবং উন্নয়নের লক্ষ্যে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বদ্ধপরিকর। ২০১৬ সাল থেকেই তারা এ লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে। ফিফার তালিকাভুক্ত দেশগুলোর ফুটবল ফেডারেশনের সভাপতিদের নিয়ে বিভিন্ন দেশে পর্যায়ক্রমে বিশেষ সম্মেলন আয়োজন করা হয়। ফুটবলকে আরও এগিয়ে নেয়ার জন্য বিভিন্ন দেশের ফেডারেশনের সভাপতিরা সেখানে মুক্ত আলোচনা করেন এবং পরামর্শ দিয়ে সাহায্য করেন। ফিফার এমন উদ্যোগের প্রথম ধাপ ইতোমধ্যে শেষ হয়েছে। এখন চলছে দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম। তুরস্কের ইস্তানবুলে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ফিফা এক্সিকিউটিভ ফুটবল সামিট। যাতে বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফের) সভাপতি কাজী মোঃ সালাউদ্দিনও। এই সম্মেলনের মূল বিষয়বস্তু ছিল যুব এবং মহিলা ফুটবলের উন্নয়ন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানতিনো। এই সম্মেলন শুরু হয় গত ২১ নবেম্বর। পরবর্তীতে বিভিন্ন দেশে তা চলবে ২০১৮ সালের মার্চ পর্যন্ত।
×