ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গার্ডিওলার ভাবনায় নতুন রেকর্ড

প্রকাশিত: ০৬:৫৪, ২৪ নভেম্বর ২০১৭

গার্ডিওলার ভাবনায় নতুন রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনার ইতিহাসে সবচেয়ে সফল কোচ পেপ গার্ডিওলা। বুন্দেসলিগার অন্যতম সেরা দল বেয়ার্ন মিউনিখের কোচ হিসেবেও সফল তিনি। বার্সিলোনা থেকে বেয়ার্ন মিউনিখ ঘুরে গত মৌসুমেই নতুন করে ঠিকানা গড়েন ইংলিশ প্রিমিয়ার লীগে। ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়ার প্রথম মৌসুমের শুরুটা বেশ ভালভাবেই করেছিলেন এই স্প্যানিয়ার্ড। কিন্তু শেষ পর্যন্ত তা আর ধরে রাখতে পারেননি গার্ডিওলা। তবে সাবেক বার্সিলোনার সফল কোচের অধীনে চলতি মৌসুমেই দুর্বার ম্যানচেস্টার সিটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ কিংবা ইংলিশ প্রিমিয়ার লীগে সর্বত্রই উড়ছে সিটিজেনরা। মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপপর্বে ফেয়েনর্ডের বিপক্ষেও ১-০ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ইউরোপ সেরার এই টুর্নামেন্টে এটা তাদের টানা পঞ্চম জয়। গ্রুপের সবকটি ম্যাচ জেতায় তাদের দখলে এখন ১৫ পয়েন্ট। অবস্থান যথারীতি ‘এফ’ গ্রুপের শীর্ষে। চ্যাম্পিয়ন্স লীগে গ্রুপপর্বের এখনও একটি ম্যাচ বাকি। আগামী ৬ ডিসেম্বর এ্যাওয়ে ম্যাচে শাখতার দোনেতস্কের মুখোমুখি হবে ম্যানসিটি। সেই ম্যাচে জয় পেলেই নতুন এক ইতিহাস গড়বে সিটিজেনরা। ইতিহাসের ষষ্ঠ দল হিসেবে চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপপর্বের সবগুলো ম্যাচেই জয়ের রেকর্ড গড়বে পেপ গার্ডিওলার দল। আর ইংল্যান্ডের প্রথম ক্লাব হিসেবে এই মাইলফলক স্পর্শ করবে ম্যানসিটি। তার আগে ছয়বার জেতা পাঁচটি দল হলো এসি মিলান, পিএসজি, স্পার্টাক মস্কো, বার্সিলোনা এবং রিয়াল মাদ্রিদ। ১৯৯২ সালে প্রথম দল হিসেবে গ্রুপপর্বের সবকটি ম্যাচেই জয় পেয়েছিল এসি মিলান। তাদের দুই বছর পর সেই রেকর্ডে ভাগ বসিয়ে নেয় প্যারিস সেন্ট জার্মেই। ১৯৯৫ সালে তৃতীয় দল হিসেবে সবকটি ম্যাচে জেতার রেকর্ড গড়ে স্পার্টাক মস্কো। ২০০২ সালে সেই পথে হাঁটে বার্সিলোনাও। একমাত্র দল হিসেবে দুইবার চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপপর্বের সবকটি ম্যাচেই জেতার স্বাদ পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লীগের যুগে টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার অবিস্মরণীয় কীর্তিটাও এখন জিনেদিন জিদানের শিষ্যদের দখলে। গ্রুপপর্বের সবগুলো ম্যাচ জেতার এই রেকর্ডে ভাগ বসাতে পারবে কী ম্যানচেস্টার সিটি? পেপ গার্ডিওলা অবশ্য দারুণ আশাবাদী। ফেয়েনর্ডের বিপক্ষে জয়ের পরই এ প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি। গার্ডিওলা নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘টুর্নামেন্টের সবগুলো দলের প্রতিই আমাদের সম্মান এবং শ্রদ্ধাবোধ রয়েছে। হোক সেটা শাখতার কিংবা নেপোলি। আমরা সব দলকেই সমীহ করি।’ এরপরই আসেন মূল কথায়। গার্ডিওলা বলেন, ‘আমরা ম্যাচ জেতার জন্যই খেলি। আমাদের এখনও একটি ম্যাচ বাকি। দেখা যাক কিভাবে শেষ হয়। তবে আমাদের কাছে ১৫ পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। শাখতারের বিপক্ষে ম্যাচের আগে আমাদের অবস্থান খুব ভাল। সেই ম্যাচ জেতার লক্ষ্য নিয়েই সেখানে যাব আমরা।’ শাখতারও এবার ভাল খেলছে। প্রথম পাঁচ ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। যে কারণে নিজেদের মাঠের সেই ম্যাচেও যে গার্ডিওলার শিষ্যদের বিপক্ষে ছেড়ে কথা বলবে না সেটাও অনুমিতই।
×