ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাভার সেনানিবাসে প্রধানমন্ত্রী

আত্মবিশ্বাস নিয়ে দেশ ও জনগণের সেবা করতে হবে

প্রকাশিত: ০৫:৫২, ২৪ নভেম্বর ২০১৭

আত্মবিশ্বাস নিয়ে দেশ ও জনগণের সেবা করতে হবে

বিডিনিউজ ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আধুনিকায়ন ও পেশাদারিত্ব বৃদ্ধির জন্য সেনাবাহিনীতে প্রশিক্ষণ ও উন্নয়নের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আশা প্রকাশ করে বলেন, এসব প্রশিক্ষণ সেনা সদস্যদের আরও নিষ্ঠার সঙ্গে দেশমাতৃকার কাজে উদ্বুদ্ধ করবে। বৃহস্পতিবার সাভার সেনানিবাসে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত সব সেনা সদস্যের উদ্দেশে বলেন, ‘আত্মবিশ্বাস নিয়ে দেশের সেবা এবং জনগণের সেবা করে যেতে হবে। দেশের উন্নয়নে সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে, যেন বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি।’ বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের নাগরিকদের ফেরত নিতে আবারও দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, ‘আমরা চাই, মিয়ানমারের প্রতি আমাদের আহ্বান, তাদের নাগরিক তারা যেন দ্রুত ফেরত নিয়ে যায়।’ কয়েক যুগ ধরে ৪ লাখের বেশি রোহিঙ্গার বাংলাদেশে অবস্থানের মধ্যে গত আগস্টে রাখাইন রাজ্যে নতুন করে সহিংসতা শুরু হলে বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গাদের ঢল নামে। প্রায় তিন মাসে নতুন করে আসা রোহিঙ্গার সংখ্যা ইতোমধ্যে সোয়া ৬ লাখ ছাড়িয়েছে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে পুরনো শরণার্থীদের ফেরত নিতে মিয়ানমারকে আহ্বান জানিয়ে আসছিল। তবে মুসলিম এই জনগোষ্ঠীকে নাগরিক হিসেবে মানতে নারাজ মিয়ানমার তাতে গা না করে নানা অপপ্রচার চালিয়ে আসছিল, যা নানা সময়ে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর বক্তব্যেও আসে। রাখাইনে নির্যাতনের মুখে নতুন করে শরণার্থীদের ঢল নামার পর বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে সরব হয়। বাংলাদেশও বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বিষয়টি তোলে। এর মধ্যে দুই দেশের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে আলোচনা শুরু হয়। বৃহস্পতিবার সাভার সেনানিবাসে সিএমপি সেন্টার এ্যান্ড স্কুলকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যখন বক্তব্য দিচ্ছিলেন, সে সময়ই নেপিডোতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রত্যাবাসন বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া চলছিল। সাভারের অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘আপনারা জানেন, আমাদের ওপর একটি বোঝা এসেছে। আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে প্রায় ছয় থেকে সাত লাখের মত শরণার্থী আমাদের দেশে আশ্রয় নিয়েছে।’ মানবিক কারণে মিয়ানমারের এই নাগরিকদের বাংলাদেশে আশ্রায় দেয়া হলেও তাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ দ্বিপক্ষীয় আলোচনা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘মিয়ানমারের সঙ্গে আমরা দ্বিপক্ষীয় আলোচনা চালাচ্ছি, যাতে এই মানুষগুলো তাদের দেশে ফিরে যেতে পারে।’ কক্সবাজারে আশ্রয় নেয়া এই রোহিঙ্গাদের জরুরী সহায়তা দিতে সশস্ত্র বাহিনী, সীমান্তরক্ষী বাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে স্থানীয় প্রশাসন ও জনগণ যে আন্তরিকতার সঙ্গে কাজ করছে, সে কথাও অনুষ্ঠানে বলেন সরকার প্রধান। তিনি বলেন, ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’ এই নীতিকে সামনে রেখেই বাংলাদেশে এগিয়ে যাচ্ছে। ‘আমরা আমাদের প্রতিবেশী দেশসহ বিশ্বের সকল দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়েছি। যে কারণে সমগ্র বিশ্ববাসী আমাদের পাশে দাঁড়িয়েছে।’ সরকার দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ‘নিরলসভাবে’ কাজ করে যাওয়ার কথা তুলে ধরে শেখ হাসিনা, দেশের সার্বিক উন্নয়ন সাধনে আমরা সফলতা অর্জন করেছি। ‘বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। এখন আর আমাদের কেউ হেয় চোখে দেখে না। আমাদের প্রতি পুরো বিশ্ব সম্মানজনক আচরণ করে।’ ২০২১ সালে মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে আমাদের গৃহীত পদক্ষেপের ফলে বাংলাদেশ নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। কিন্তু বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিজয়ী দেশ, আমরা নিম্ন থাকব না, আমরা নিশ্চয় ২০২১ সালের মধ্যে এই দেশকে মধ্য আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করব। অর্থনৈতিক অগ্রগতির সূচকে বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থানের কথা মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নের যে ধারা আমরা আজকে অর্জন করেছি; বিশ্ববাসী তা অবাক চোখে দেখছে।’ প্রবৃদ্ধি ৭ দশমিক ২৮ এবং মাথাপিছু আয় ১ হাজার ৬১০ মার্কিন ডলারে উন্নিত হওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। দারিদ্র্যের হার ২০০৫-০৬ সালে ৪১ দশমিক পাঁচ শতাংশ থাকলেও এখন তা কমে ২২ দশমিক ৪ শতাংশে হ্রাস পাওয়ার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আমরা চাই ২০২১-এর মধ্যে আমরা এই হার আরও কমিয়ে নিয়ে আসব।’ অতি দারিদ্র্যের হার ২৪ দশমিক ২৩ শতাংশ থেকে ১২ শতাংশে হ্রাস পাওয়ার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘পৌনে নয় বছরে দেশ-বিদেশে কমপক্ষে দেড় কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করেছি। গ্রাম পর্যায় পর্যন্ত যেন উন্নয়নের ছোঁয়া লাগে, সেজন্য আমরা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছি।’ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ৯৮ ভাগ অর্থ নিজস্ব অর্থায়নে জোগান দেয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কারও কাছে হাত পেতে বা মুখাপেক্ষী হয়ে যেন বাংলদেশকে চলতে না হয়; সেদিকে লক্ষ্য রেখেই আমরা প্রতিটি পদক্ষেপ নিচ্ছি।’
×