ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রংপুর উইমেন চেম্বারের নির্বাচন বাতিল

প্রকাশিত: ০৫:২৯, ২৪ নভেম্বর ২০১৭

রংপুর উইমেন চেম্বারের নির্বাচন বাতিল

অবশেষে ঘোষিত তফসিল বাতিল করে পুনঃতফসিল ঘোষণা এবং রংপুর উইমেন চেম্বারের বহিষ্কৃত সদস্যগণকে স্বপদে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গত ২২ নবেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মিরাজুল ইসলাম উকিল স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশ দেয়া হয়। এই আদেশের প্রেক্ষিতে বৃহস্পতিবার পরিচালকগণ জরুরী সাধারণ সভা করে বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশ বাস্তবায়নে চেম্বার সভাপতিকে চিঠি দিয়েছেন। রংপুরের জেলা প্রশাসককে এ বিষয়ে চিঠি দিয়েছেন তারা। বাণিজ্য মন্ত্রণালয়ের টিও-১ অধিশাখার উপ-সচিব মিরাজুল ইসলাম উকিল স্বাক্ষরিত পত্রে রংপুর উইমেন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতির বিরুদ্ধে উক্ত চেম্বারের ১০ জন পরিচালকের অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক, রংপুর কর্তৃক প্রেরিত তদন্ত প্রতিবেদনের সুপারিশের আলোকে নিন্মোক্ত কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়। -নিজস্ব সংবাদদাতা, রংপুর চীনে স্কাইপ সেবা বন্ধ হচ্ছে! চীনের এ্যান্ড্রয়েড ও এ্যাপল এ্যাপ স্টোর থেকে স্কাইপ সরিয়ে দেয়া হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বুধবার থেকে দেশটির এ্যান্ড্রয়েড ও এ্যাপল এ্যাপ স্টোরে স্কাইপ পাওয়া যাচ্ছে না। ফলে এ্যাপটির কল ও মেসেজিং দুটি সেবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। গুঞ্জন উঠেছে, চীনে স্কাইপ সেবা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। নিজস্ব নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় চীন বেশ কয়েকটি এ্যাপ বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে এ্যাপল। এ কারণে স্কাইপও বন্ধ রয়েছে। এদিকে স্কাইপের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মাইক্রোসফট বলছে, এ্যাপটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। যত দ্রুত সম্ভব এটা আগের অবস্থায় ফিরিয়ে নেয়ার চেষ্টা করা হবে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জনপ্রিয় এই এ্যাপের ওপর প্রাথমিক নিষেধাজ্ঞা শুরু হয় অক্টোবর থেকে। কিন্তু এবার সেই নিষেধাজ্ঞা আরও কড়াকড়ি হলো। নিজেদের এ্যাপ স্টোর থেকে স্কাইপ সরিয়ে দেয়া প্রসঙ্গে এ্যাপল বলে, কিছু এ্যাপ স্থানীয় আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে আমাদের জানিয়েছে চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়। -অর্থনৈতিক রিপোর্টার
×