ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফিরে দেখা

প্রকাশিত: ০৩:৩৪, ২৪ নভেম্বর ২০১৭

ফিরে দেখা

নোটটি ‘জাল’ নয়! রহিম শেখ ॥ ২০ নবেম্বর। দুপুর ১টা। রাজধানীর ইস্টার্ন প্লাজায় অবস্থিত ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে সাধারণ মানুষের জটলা। দায়িত্বরত নিরাপত্তাকর্মী জানালেন, বিরাট ঘটনা। এটিএম বুথে নাকি পাঁচশত টাকার জাল নোট পাওয়া গেছে। আর যে গ্রাহক এই জাল টাকা পেয়েছেন তিনি লঙ্কাকা- বাঁধিয়ে দিয়েছেন। সিসিটিভি ক্যামেরার সামনে দীর্ঘক্ষণ ধরে রাখছেন ওই জাল নোট। বারবার নিরাপত্তাকর্মীকে জেরা করছেন। মানুষ জড়ো করে বিস্তারিত ব্যাখ্যা করছেন। পরে ওই বুথে কর্তব্যরত নিরপত্তাকর্মীসহ কয়েকজনের কাছ থেকে স্বাক্ষর নিয়ে রওনা হলেন পার্শ্ববর্তী ডাচ্-বাংলা ব্যাংকের শাখায়। অতঃপর ব্যাংকের ব্যবস্থাপক জানালেন, নোটটি আসলে জাল নয়। নোটের ওপর ময়লা জমে থাকায় এক ধরনের আবরণ জমে গেছে। বলা যায়, নোটটির আয়ুষ্কাল কম ছিল। যার ফলে ওই ব্যক্তি মনে করেছেন নোটটি আসলে ‘জাল’! তবে শাখা ব্যবস্থাপক প্রায় অচল হয়ে যাওয়া এমন একটি নোট এটিএম বুথে চলে আসার কারণে দুঃখ প্রকাশ করলেন ওই গ্রাহকের কাছে। স্লোগান সামনে গিয়ে শরীফুল ইসলাম ॥ ১৮ নবেম্বর বেলা পৌনে ২টা। সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশে যোগ দিতে মগবাজার থেকে আওয়ামী লীগের পাঁচ শতাধিক তৃণমূল পর্যায়ের নেতাকর্মী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত নানা রঙের ব্যানার-ফেস্টুন বহন করে হেঁটে এগিয়ে যাচ্ছিলেন। এ সময় এক সাংবাদিক তাদের কাছে জানতে চান, এটা কি স্লোগানবিহীন মিছিল নাকি? জবাবে সমস্বরে ক’জন বলে উঠলেন, না স্লোগানবিহীন মিছিল নয়। সোহরাওয়ার্দী উদ্যান অনেক দূরে এখন স্লোগান দেব কেন? আমরা স্লোগানসহ মিছিল করব সোহরাওয়ার্দী উদ্যানের সামনে গিয়ে। ‘বিএনপি কাপুরুষের দল’ জাহিদুল আলম জয় ॥ ১০ অক্টোবর ২০১৭। এশিয়া কাপ হকি উপলক্ষে গন্তব্য গুলিস্তানে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে। রামপুরা থেকে বাসে উঠেছি। তখন বেলা পৌনে ১২টা। বাস দাঁড়িয়ে শান্তিনগর সিগন্যালে। এ সময় কাদের যেন একটা মিছিল যাচ্ছিল। তখনই ঘটল মজার কা-। বাসের একজন যাত্রী বললেন, ‘মনে হয় বিএনপির মিছিল’। আরেকজন জবাব দিলেন, ‘আরে এখন বিএনপি মিছিল করবে, পাগল নাকি আপনি’। কথাগুলো শুনে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না বাসের ষাটোর্ধ এক যাত্রী। সাদা পাঞ্জাবি-পায়জামা পরিহিত মানুষটি তেলে-বেগুনে জ্বলে উঠে বলতে লাগলেন, ‘বিএনপিতে কোন নেতা আছি নাকি। সব তো বেঈমান। সবাই এসি রুমে থাকে আর মিথ্যা কথা বলে। বিএনপি একটা কাপুরুষের দল। যাদের কথার কোন ঠিক নেই।’ কথাগুলো শুনে আরেকজন বলে উঠলেন, ‘মুরব্বি, এত ক্ষ্যাপছেন কেন! ওরা তো শুধু জ্বালাও পোড়া আর মিথ্যা বলতে পারে...। [email protected]
×