ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রুশ আইনজীবীকে ফ্রান্সে জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ১৯:৩১, ২৩ নভেম্বর ২০১৭

রুশ আইনজীবীকে ফ্রান্সে জিজ্ঞাসাবাদ

অনলাইন ডেস্ক ॥ সুলেইমান কেরিমোভ নামের রাশিয়ার এক ধনকুবের ব্যবসায়ী ও আইনজীবীকে ফ্রান্সে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফ্রান্সে এমন ঘটনা সচরাচর দেয়া যায় না। কর ফাঁকি দেয়ার অভিযোগে ওই আইনজীবীকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় নিস বিমানবন্দর থেকে ফরাসি পুলিশ ৫১ বছর বয়সী ওই রুশ আইনজীবীকে গ্রেফতার করে। পরে তাকে পুলিশী হেফাজতে রাখা হয়। দোষী সাব্যস্ত হলে তার ১০ বছরের জেল হতে পারে। ফ্রান্সের বিচারক সিদ্ধান্ত নিয়েছেন, নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে ওই রুশ আইনজীবীকে জামিন দেয়া হবে। তবে তার পাসপোর্ট জব্দ করে রাখা হবে। নিয়মিত তাকে ফরাসি পুলিশে হাজিরা দিতে হবে। সূত্র : এনডিটিভি
×