ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৭ মার্চের ভাষণ

ইউনেস্কোর স্বীকৃতিতে শনিবার সারাদেশে ছাত্র সমাবেশ, আনন্দ র‌্যালি

প্রকাশিত: ০৭:৩২, ২৩ নভেম্বর ২০১৭

ইউনেস্কোর স্বীকৃতিতে শনিবার সারাদেশে ছাত্র সমাবেশ, আনন্দ র‌্যালি

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যে অন্তর্ভুক্ত হওয়ায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শনিবার আনন্দ র‌্যালি ও পথ সমাবেশ হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ নির্দেশ দেয়া হয়েছে। ‘ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার’ শিরোনামে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় এ সমাবেশ হবে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে জানা গেছে। শনিবার বিকেল ৩টা থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয়ভাবে এ সমাবেশ হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসেন বলেন, বঙ্গবন্ধু ও আমাদের স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত। শিক্ষার্থীদের মধ্যে তার ঐতিহাসিক ভাষণের তাৎপর্য তুলে ধরতে মন্ত্রিপরিষদের সিদ্বান্ত অনুযায়ী শিক্ষার্থী সমাবেশের আয়োজন করা হচ্ছে। সমাবেশে প্রাইভেট-পাবলিক বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশ নিতে নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়াও দেশের রাজনীতিবিদ, সমাজসেবক, সাংস্কৃতিবিদ, সাধারণ মানুষকেও সেদিন উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। জানা গেছে, মন্ত্রিপরিষদের মুখ্য সচিব মোহাম্মদ শফিউল আলম সমাবেশের সূচনা বক্তব্য রাখবেন। এরপর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী সমাবেশের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরবেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ একাধিক মন্ত্রীকে সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা বঙ্গবন্ধুর ভাষণের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য পেশ করবেন।
×