ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদায় এসি/ডিসির গিটারিস্ট ম্যালকম ইয়ং

প্রকাশিত: ০৬:৫১, ২৩ নভেম্বর ২০১৭

বিদায় এসি/ডিসির গিটারিস্ট ম্যালকম ইয়ং

ব্যান্ড সঙ্গীতের শ্রোতাদের মাঝে নন্দিত ব্যান্ড এসি/ডিসি। আশির দশক থেকে শুরু“ করে প্রায় দুই প্রজন্ম সুর আর ঝংকারে এই গানের দলটি মাতিয়ে রেখেছিল রক গান প্রেমীদের। গত রবিবার মারা গেলেন ব্যান্ডটির স্রষ্টা ও গিটারিস্ট ম্যালকম ইয়ং।তিনি দীর্ঘদিন ধরে ডিমেনশিয়ায় ভুগছিলেন। ১৯৫৩ সালের অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেন ম্যালকম ইয়ং। ১০ বছর বয়সে পরিবারের সঙ্গে আমেরিকায় চলে আসেন ইয়ং। ব্যাক ইন ব্ল্যাক, হাইওয়ে টু ডেথ, ইউ শুক মি অল নাইট লঙের মতো বিখ্যাত গানগুলোর কম্পোজিশনগুলোর বেশিরভাগ ইয়ংয়েরই করা যা এসি/ডিসি ব্যান্ডকে প্রথম সারিতে নিয়ে গেছে। গত শনিবার পরিবারের সদস্যদের উপস্থিতিতেই মারা যান তিনি। রিদম গিটারের এই প্রতাপশালী শিল্পী ছিলেন এসি/ডিসি ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা। একাধারে গান লেখা, বাজানো, প্রযোজনা ছাড়াও রক সংগীতের একজন বড় মাপের স্বপদ্রষ্টা হিসেবে বহু তরুণকে অনপ্রাণিত করেছেন ম্যালকম। গত শতকের নব্বইয়ের দশকে বেশ প্রভাবের সঙ্গে সংগীত বিশ্ব শাসন করেছে এসি/ডিসি। অস্ট্রেলিয়ার সিডনি থেকে ছড়িয়ে পড়েছিল সারা পৃথিবীতে। ম্যালকম সম্পর্কে বলতে গিয়ে দলটির অন্যতম শিল্পী ব্রায়ান জনসন বলেছিলেন, ‘ম্যালকম ছিলেন আমাদের স্পিরিচুয়াল লিডার।’ ছোট ভাই জর্জ ইয়ংকে সঙ্গে নিয়ে তিনি বিশ্বব্যাপী ভ্রমণ করেছেন এসিডিসি ব্যান্ড দল নিয়ে। গানের পাশাপাশি দুস্থ সৈন্যদের সাহায্যার্থে কাজ করেছেন আজীবন। এসিডিসির ফেসবুক পেজে জানানো হয়, শিল্পীর এ মহৎ উদ্যোগ ধরে রাখার জন্য গড়ে তোলা হয়েছে ‘সিডনি মর্নিং হ্যারল্ড ম্যালকম ইয়ং মেমোরিয়াল ট্রাস্ট’। আগামী সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা দেয়া হবে। আনন্দকণ্ঠ ডেস্ক
×