ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনন্য রেজা করিম

বলিউডে ভাগ্য পরীক্ষায় ঈশিতা দত্ত

প্রকাশিত: ০৬:৫১, ২৩ নভেম্বর ২০১৭

বলিউডে ভাগ্য পরীক্ষায় ঈশিতা দত্ত

১৯২০ সাল। তখন ভারতে ব্রিটিশ উপনিবেশিক শাসন চলছে। ব্রিটিশদের শাসন-শোষণে যখন ভারতবাসী বিক্ষুব্ধ বিরক্ত তখন প্রত্যন্ত গ্রামের এক সহজ সরল যুবক মঙ্গা বিপরীত ধারণা পোষণ করে। তার মতে ব্রিটিশরা কোনভাবেই খারাপ নয়, তাদের দ্বারা গ্রামের কারও ক্ষতি হতে পারে না। কিন্তু হঠাৎ একটি ঘটনায় ভুল ভাঙে মঙ্গার। সে রুখে দাঁড়ায় ব্রিটিশদের বিরুদ্ধে। গ্রামের সব মানুষকে সংগঠিত করে বিদেশী শাসকদের বিরুদ্ধে। তেমনি ঐতিহাসিক ঘটনাবলী নিয়ে আবর্তিত হয়েছে বলিউডের ফিরাঙ্গি ছবিটি। এ ছবির মঙ্গা চরিত্রে অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনা করেছেন ছোটপর্দার আলোচিত বিতর্কিত জনপ্রিয় কমেডি তারকা কাম উপস্থাপক কাপিল শর্মা। এটি তার দ্বিতীয় অভিনীত চলচ্চিত্র। এর আগে ‘কিস কিসকো পেয়ার কারো’ ছবিতে নায়ক সেজেছিলেন কাপিল। ওই ছবিরও প্রযোজক ছিলেন তিনি। ‘ফিরাঙ্গি’ ছবিতে কাপিলের প্রেমিকা এক গ্রাম্য তরুণী সারগি চরিত্রে অভিনয় করেছেন ঈশিতা দত্ত। বলিউডে নতুন বলা যায় তাকে। এর আগে দৃশ্যম ছবিতে তাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে। ওই ছবির মাধ্যমে বলিউডে তার অভিষেক হয়েছিল ২০১৫ সালে। দুই বছর বিরতির পর এবার ‘ফিরাঙ্গি’ ছবির মাধ্যমে পরিপূর্ণ নায়িকা হিসেবে ঈশিতার আত্মপ্রকাশ ঘটছে হিন্দী সিনেমায়। জামশেদপুরের মেয়ে ঈশিতা বড়পর্দায় আসার আগে ছোটপর্দায় হিন্দী ডেইলি সোপে অভিনয় করেছেন। ঈশিতার বড় বোন তনুশ্রী দত্ত বলিউডে নায়িকা হিসেবে প্রায় ১০টি সিনেমায় অভিনয় করেছেন। আবেদনময় ইমেজ গ্ল্যামারাস পর্দা উপস্থিতির মাধ্যমে দর্শক হৃদয়ে সেনসেশন সৃষ্টি করেছিলেন তনুশ্রী। তাকে এত তাড়াতাড়ি দর্শকদের ভুলে যাওয়ার কথা নয়। ২০০৪ সালে ফেমিনা মিস ইন্ডিয়া শিরোপা জয়ী মডেল কাম অভিনেত্রী তনুশ্রী ‘আশিক বানায়া আপনে’ ছবিতে আবেদনময় ইমেজে দুঃসাহসী খোলামেলা অভিনয়ের মাধ্যমে দুর্দান্ত আলোড়ন তুলেছিলেন। এরপর ‘চকলেট’, ‘রাকিব’, ‘ঢোল’, ‘স্পিড’, ‘গুডবয় ব্যাডবয়’, ‘এ্যাপার্টমেন্ট’ প্রভৃতি হিন্দী সিনেমায় তাকে দেখা গেছে। অনেকদিন ধরে তনুশ্রীকে আর হিন্দী সিনেমায় দেখা যায় না। তবে তার পথ অনুসরণ করে বলিউডে ইতোমধ্যে এসে গেছেন ছোটবোন ঈশিতা দত্ত। ২০১৫ সালে হিন্দী এ্যাকশন ড্রামা মুভি ‘দৃশ্যম’ এ অজয় দেবগনের কন্যার ভূমিকায় অভিনয়ের মাধ্যমে তার বলিউডে অভিষেক। যদিও এর আগে ছোটপর্দায় স্টার প্লাস চ্যানেলের জনপ্রিয় ডেইলি সোপ ‘একঘর বানাওগা’র প্রধান নায়িকা পুনম চরিত্রে অভিনয়ের মাধ্যমে ঘরে ঘরে ব্যাপক পরিচিতি অর্জন করেন এই সুন্দরী গ্ল্যামারাস অভিনেত্রী। ২৭ বছর বয়সী ঈশিতা দক্ষিণী তেলেগু সিনেমা চানক্যাডুতে অভিনয়ের মাধ্যমে নায়িকা হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন বড়পর্দায়। এরপর বড় বোন তনুশ্রীর সঙ্গে আরেকটি তেলেগু সিনেমা ‘ইয়েন্ডু মানাসালি’তে কাজ করেন, তবে ছবিটি এখন পর্যন্ত মুক্তি পায়নি। দক্ষিণী চিত্রলোকে কাজ করার অভিজ্ঞতা নিয়ে বলিউডে ভাগ্য পরীক্ষায় নেমেছেন ঈশিতা দত্ত। কাপিল শর্মার মতো একজন অভিনেতার বিপরীতে নায়িকা সেজে ঈশিতা কতটা লাভবান হবেন, তেমন প্রশ্ন আলোচিত হচ্ছে বলিউডে। যার প্রেক্ষিতে ঈশিতা বলেন, ‘ফিরাঙ্গি’ ছবিতে আমি এক গ্রাম্য তরুণীর চরিত্রে অভিনয় করেছি। কাপিল শর্মার বিপরীতে অভিনয় করেছি, তার বেশ জনপ্রিয়তা রয়েছে ছোটপর্দায় এর আগে একটি হিন্দী সিনেমায়ও নায়ক হয়েছে কাপিল। তার এবারের ছবি ‘ফিরাঙ্গি’র গল্প ভিন্ন স্বাদের। দর্শকদের ভাললাগার মতো অনেক কিছু রয়েছে এ ছবিতে। আমার তেমন উচ্চাভিলাস নেই এ ছবিটি নিয়ে। দর্শক আমার কাজ পছন্দ করলে বুঝব আমার পরিশ্রম সার্থক হয়েছে। নিজের যোগ্যতা সম্পর্কে আস্থাশীল এই তন্বী নবাগতা নায়িকা বড় বোন তনুশ্রীকে দেখে অনেক কিছু শিখেছেন। ‘আমি জানি আমার মধ্যে কি আছে, আমি আমার সব কিছুই কাজে লাগাতে চাই বলিউডে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমার মেধা, যোগ্যতা শারীরিক সৌন্দর্য আর স্মার্টনেস সবই নায়িকা হিসেবে কাজ পাওয়ার জন্য কোয়ালিটি হিসেবে বিবেচিত হবে আশা করি, বলেন ঈশিতা দত্ত।
×