ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওয়ালটন জাতীয় মার্শাল আর্ট শুরু

প্রকাশিত: ০৬:৩৮, ২৩ নভেম্বর ২০১৭

ওয়ালটন জাতীয় মার্শাল আর্ট শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ বুধবার থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতা’। চারদিনব্যাপী এই প্রতিযোগিতা শনিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশে মার্শাল আর্ট তথা জুডো ও কারাতের প্রতিষ্ঠাতা ও প্রবর্তক আওলাদ হোসেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক হাসানউজ্জামান মনিসহ ফেডারেশনের অন্য কর্মকর্তারা। বুধবার কারাতে প্রতিযোগিতা শুরু হয়েছে। এই ডিসিপ্লিনে বিভিন্ন সংস্থা ও ক্লাবের তিন শতাধিক প্রতিযোগী অংশ নিয়েছে। তাদের বাছাই শেষ হয়েছে। আজ চূড়ান্তপর্বে পদকের জন্য লড়াই করবে তারা। কারাতে ছাড়াও এবারের এই মার্শাল আর্ট প্রতিযোগিতায় এশিয়ান গেমসের ডিসিপ্লিন জুজিৎসু, পেনচাক সিলাত, কোরাশ, স্যাম্বোসহ কুংফু, ভবিনাম, খিউকুশিনকাই, আত্মরক্ষা, শক্তিমত্তা প্রদর্শনী, অস্ত্রশস্ত্র ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জনকণ্ঠের রুমেল খান রানারআপ ডিআরইউ টিটি স্পোর্টস রিপোর্টার ॥ প্রাইম ব্যাংক-ডিআরইউ বার্ষিক ক্রীড়া উৎসবের অংশ হিসেবে বাংলাদেশ টিটি ফেডারেশনের সহযোগিতায় ও ডিআরইউ আয়োজিত টেবিল টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন সংগ্রামের জাফর ইকবাল। বুধবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে জাফর ইকবাল ১১-৯, ১১-৯ পয়েন্টে হারান জনকণ্ঠের রুমেল খানকে। তৃতীয় স্থান নির্ধারণী খেলায় তারিকুল ইসলাম মাসুম (চ্যানেল আই) মাকসুদ-উন-নবীকে (চ্যানেল ২৪) হারান। রুমেল প্রথম রাউন্ডে ৯-১১, ১১-৮, ১১-৭ পয়েন্টে বাংলাদেশের খবরের মাহমুদুন্নবী চঞ্চলকে এবং সেমিফাইনালে ১১-৪, ১১-৫ পয়েন্টে চ্যানেল আইয়ের মাকসুদ-উন-নবীকে হারান।
×