ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিকেএসপিতে ক্রীড়া বিজ্ঞান বিষয়ক সেমিনার

প্রকাশিত: ০৬:৩৭, ২৩ নভেম্বর ২০১৭

বিকেএসপিতে ক্রীড়া বিজ্ঞান বিষয়ক সেমিনার

স্পোর্টস রিপোর্টার ॥ বুধবার বিকেএসপি আয়োজিত ‘ট্রেন্ড অব স্পোর্টস সাইন্স রিসার্চ-প্রেজেন্ট এ্যান্ড ফিউচার’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনার শুরু হয়েছে। সেমিনারের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বিশেষ অতিথিগণের মধ্যে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া যুগ্ম সচিব (প্রশাসন) ফায়জুল কবির, যশোর সাইন্স এ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির ফিজিক্যাল এডুকেশন এ্যান্ড স্পোর্টস সাইন্স ডিপার্টমেন্টের প্রফেসর ড. সুদর্শন ভৌমিক, সেমিনারের স্পন্সর প্রতিষ্ঠান সাইফ গ্লোবাল স্পোর্টস লি.-এর পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সামছুর রহমান। ভোট অব থ্যাংকস দেন বিকেএসপির পরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রুহুল আজাদ। দেশী-বিদেশী (ভারত, দ. কোরিয়া, স্পেন ও ইংল্যান্ড) মোট ২৫ গবেষক ও ১২ বিশেষজ্ঞসহ প্রায় দুই শ’ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সেমিনারে অংশগ্রহণ করেন। বাংলাদেশের ইমন, রাকিব ও রণজিৎ শেষ চারে এশিয়ান অ-১৪ সিরিজ টেনিস স্পোর্টস রিপোর্টার ॥ রমনায় জাতীয় টেনিস কমপ্লেক্সে চলমান ‘বেঙ্গল প্লাস্টিকস এশিয়ান অনুর্ধ-১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতা’য় বুধবার বালক এককের কোয়ার্টার ফাইনাল এবং বালিকা এককের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বালক এককে হংকংয়ের ম্যাক্সওয়েল হিওয়ার্ড ৬-৪, ৪-০ (অবসর) গেমে বাংলাদেশের সানি নুরুজ্জামানকে, বাংলাদেশের ইমন ইসলাম ৫-৭, ৭-৬, ৬-৪ গেমে শ্রীলঙ্কার রাকেশ রতনাসিংগমকে, বাংলাদেশের রাকিব হোসেন ৬-০, ৬-১ গেমে বাংলাদেশের শাওন পাশিকে এবং বাংলাদেশের রণজিৎ সরকার ৫-৭, ৭-৬, ৬-৪ গেমে বাংলাদেশের দায়নান শেখকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হন। এছাড়া বালিকা এককের সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার জি ও চুই ৬-০, ৬-০ গেমে স্বদেশী ইউন জি জাংকে এবং দক্ষিণ কোরিয়ার ইয়ং ইন রিও ৬-০, ৬-০ গেমে বাংলাদেশের শ্রাবস্তি দেবকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়।
×