ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ড্র অনুষ্ঠানে থাকছেন ম্যারাডোনা-লিনেকার

প্রকাশিত: ০৬:৩৭, ২৩ নভেম্বর ২০১৭

ড্র অনুষ্ঠানে থাকছেন ম্যারাডোনা-লিনেকার

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী বছরের জুন-জুলাইয়ে রাশিয়ায় অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। টুর্নামেন্টের ২১তম আসরে অংশ নিবে ৩২টি দল। কে কে যাচ্ছে রাশিয়ায়? ইতোমধ্যেই নিশ্চিত হয়ে গেছে তা। ব্রাজিল, জার্মানি, আর্জেন্টিনা, ফ্রান্স কিংবা ইংল্যান্ডের মতো দলগুলো প্রত্যাশিতভাবেই জায়গা করে নিয়েছে স্বপ্নের বিশ্বকাপে। তবে ভক্ত-অনুরাগীদের হতাশ করেছে ইতালি, হল্যান্ড এবং চিলির মতো দেশগুলো। তবে ফুটবলপ্রেমীদের দৃষ্টি এখন ড্রয়ে। আগামী ১ ডিসেম্বরই ঠিক হয়ে যাবে গ্রুপপর্বে কার বিপক্ষে খেলবে কোন দল। মস্কোর ক্রেমলিন প্যালেসে অনুষ্ঠিত হবে ড্র। আর এই আয়োজনের পরিচালকদের নাম ঘোষণা করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সাবেক ইংলিশ ফুটবলার গ্যারি লিনেকার এবং রাশিয়ার বিখ্যাত সাংবাদিক মারিয়া কমান্ডনায়া ড্র অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করবেন। আর পট থেকে বিভিন্ন দলের নাম উত্তোলন করবেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা, ব্রাজিলের কাফু, ইতালির ফ্যাবিও ক্যানাভারো, ফ্রান্সের লরেন্ট ব্ল্যাঙ্ক, ইংল্যান্ডের গর্ডন বাঙ্কস, উরুগুয়ের দিয়েগো ফোরলান এবং স্পেনের কার্লোস পুয়োল। তাদের সঙ্গে থাকবেন রাশিয়ান ফুটবল ইতিহাসের অন্যতম স্ট্রাইকার নিকিতা সিমোনিয়ান। ১৯৫০’র দশকে সোভিয়েত ইউনিয়নের জার্সিতে ২০ ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে ১০ বার বল জড়িয়েছিলেন তিনি। বিশ্বকাপ ট্রফি বহন করে নিয়ে যাবেন জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসা। এর মধ্য দিয়ে ফিফা মূলত আটটি বিশ্বকাপ জয়ী দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ দিচ্ছেন। ফিফা সভাপতি ড্র অনুষ্ঠান নিয়ে এক বক্তব্যে বলেন, ‘চূড়ান্তপর্বের ড্র আমাদের জন্য দারুণ ব্যাপার। কারণ এটা ভক্তদের জন্য গুরুত্বপূর্ণ। ড্র অনুষ্ঠানে যারা উপস্থিত থাকবেন তারা সবাই কিংবদন্তি।’ ড্রয়ের জন্য ইতোমধ্যেই পট ঠিক করা হয়েছে। অর্থাৎ ৩২টি দল থেকে মোট চারটি পট করা হয়েছে। প্রত্যেকটি পটে রয়েছে আটটি করে দল। অক্টোবরের ফিফা র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে পট করা হয়। সেক্ষেত্রে ব্যতিক্রম শুধু রাশিয়া। স্বাগতিক হওয়ায় পটে তারা প্রথম অবস্থানে রয়েছে। নিয়ম হচ্ছে একই পটে থাকা দলগুলো গ্রুপপর্বে একে অপরের মুখোমুখি হবে না। আবার গ্রুপপর্বে একই অঞ্চলের একটি দল অপর দলের মুখোমুখি হবে না। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে ইউরোপ। এই অঞ্চল থেকে একটি গ্রুপে সর্বোচ্চ দুইটি দল থাকতে পারবে। এক নাম্বার পটে থাকবে রাশিয়া, জার্মানি, ব্রাজিল, পর্তুগাল, আর্জেন্টিনা, বেলজিয়াম, পোল্যান্ড, ফ্রান্স। দ্বিতীয় পটের দলগুলো হলো- স্পেন, পেরু, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, কলম্বিয়া, মেক্সিকো, উরুগুয়ে, ক্রোয়েশিয়া। তৃতীয় পটে থাকা দলগুলো হলো- ডেনমার্ক, আইসল্যান্ড, কোস্টারিকা, সুইডেন, তিউনিশিয়া, মিসর, সেনেগাল, ইরান। আর চতুর্থ পটের দলগুলো হলো- সার্বিয়া, নাইজিরিয়া, অস্ট্রেলিয়া, জাপান, মরক্কো, পানামা, দক্ষিণ কোরিয়া এবং সৌদি আরব।
×