ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঢাকাপর্ব শেষে শীর্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

এবার চট্টগ্রামপর্বের পালা

প্রকাশিত: ০৬:৩৭, ২৩ নভেম্বর ২০১৭

এবার চট্টগ্রামপর্বের পালা

মিথুন আশরাফ ॥ সিলেট ও ঢাকাপর্বের প্রথম ধাপ শেষ হয়ে গেছে। সিলেটপর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল সিলেট সিক্সার্স দলটি। ঢাকাপর্ব শেষে শীর্ষে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঢাকাপর্ব শেষে মাঝখানে দুইদিন বিরতি দিয়ে এবার চট্টগ্রামপর্বের পালা। শুক্রবার চট্টগ্রামপর্বের খেলা শুরু হবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে চট্টগ্রামপর্বের সব খেলা। চট্টগ্রামে প্রথমদিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে রাত ৭টায় ঘরের মাঠে খেলবে চিটাগং ভাইকিংস। প্রতিপক্ষ থাকবে সিলেট সিক্সার্স। এই দুটি ম্যাচ দিয়েই ছয়দিনের চট্টগ্রামপর্ব শুরু হবে। এ মুহূর্তে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলটি ৬ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ আসনে বসে আছে। কুমিল্লার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটান্স। ঢাকা ৮ ম্যাচ খেলে ও খুলনা ৭ ম্যাচ খেলে সমান ৯ পয়েন্ট করে পেয়েছে। চতুর্থ স্থানে থাকা সিলেট সিক্সার্সের পয়েন্ট ৮ ম্যাচে ৭ পয়েন্ট। পঞ্চম স্থানে থাকা রংপুর রাইডার্সের পয়েন্ট ৬ ম্যাচে ৬, ষষ্ঠ স্থানে থাকা রাজশাহী কিংসের পয়েন্ট ৭ ম্যাচে ৪ ও সাত দলের মধ্যে সপ্তম স্থানে থাকা চিটাগং ভাইকিংসের পয়েন্ট ৬ ম্যাচে ৩। প্রতিটি দল এবার সাত দলের বিপিএলে ১২টি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। ডাবল লীগ পদ্ধতিতে প্রতিটি দল প্রতিপক্ষের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলতে পারবে। এরই মধ্যে ঢাকা ও সিলেট ৮টি করে ম্যাচ খেলে ফেলেছে। হাতে আছে ৪ ম্যাচ। খুলনা ও রাজশাহী ৭ ম্যাচ করে খেলেছে। কুমিল্লা, রংপুর ও চিটাগং ৬ ম্যাচ করে খেলেছে। এই তিন দলের হাতেই এখন বেশি ম্যাচ আছে। চট্টগ্রামে মাঝে ২৬ নবেম্বর একদিন বিরতি থাকবে। এছাড়া প্রতিদিনই খেলা হবে। চিটাগং ভাইকিংস এবার চট্টগ্রামে সবচেয়ে বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে। তারা চারটি ম্যাচ খেলবে। এছাড়া কুমিল্লা, খুলনা, সিলেট, রংপুর, রাজশাহী তিনটি করে ম্যাচ খেলবে। ঢাকা শুধু চট্টগ্রামপর্বে খেলবে দুটি ম্যাচ। চট্টগ্রামপর্ব শেষেই লীগে কোন্ চার দল পয়েন্ট তালিকার শীর্ষস্থানে থাকবে তা মোটামুটি বোঝা হয়ে যাবে। এ পর্বে এমনও হতে পারে কোন দল সেরা চারে নিশ্চিতও হয়ে যেতে পারে। এ পর্বে ঘরের মাঠে খেলার সুযোগ কাজে লাগিয়ে তলানিতে থাকা চিটাগংও ঝলসে উঠতে পারে। তাতে করে লীগের আমেজ আরও বেড়ে যেতে পারে। চট্টগ্রামপর্ব শেষে চিটাগংয়ের হাতে থাকবে আর ২ ম্যাচ। একইভাবে ঢাকা, খুলনা ও রাজশাহীর হাতেও থাকবে সমান ম্যাচ। কুমিল্লা ও রংপুরের হাতে ৩টি ম্যাচ থাকবে। শুধু সিলেটের হাতে থাকবে ১ ম্যাচ। ঢাকায় আবার ২ ডিসেম্বর থেকে বিপিএলেরই শেষ ধাপ শুরু হওয়ার আগে চট্টগ্রামপর্বেই দলগুলোকে নিজের অবস্থান মজবুত করতে হবে। তা বোঝাই যাচ্ছে। লীগপর্ব শেষে চারটি দল ওপরে উঠবে। কোয়ালিফায়ার, এলিমিনেটর ম্যাচ খেলার সুযোগ পাবে। যে দুটি দল লীগপর্ব শেষে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে থাকবে তারা ফাইনালে ওঠার জন্য ভাল সুযোগ পাবে। দুটি কোয়ালিফায়ার খেলার সুযোগ পাবে। প্রথম কোয়ালিফায়ারে যে দল জিতবে তারা ফাইনালে উঠে যাবে। যে দল হারবে তারা দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার সুযোগ পাবে। দ্বিতীয় কোয়ালিফায়ারে এলিমিনেটরে জেতা দলের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে হারা দল খেলবে। এলিমিনেটরে খেলবে লীগপর্ব শেষে পয়েন্ট তালিকার সেরা তিন ও চার নম্বরে থাকা দল। চট্টগ্রামপর্ব শেষে সবদলই তাই আগে পয়েন্ট তালিকার সেরা চারে থাকার চেষ্টা করবে। এরপর পারলে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে থাকার চেষ্টা করবে। এরই মধ্যে লীগের মোট ৪৬ ম্যাচের মধ্যে ২৪ ম্যাচ শেষ হয়ে গেছে। লীগপর্বে আরও ১৮ ম্যাচ বাকি রয়েছে। এরপর প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনাল ম্যাচ হবে। চট্টগ্রামপর্বে হবে ১০টি ম্যাচ। এই ১০টি ম্যাচ শেষে লীগপর্বের চিত্র ভালভাবেই ফুটে উঠবে। এবার দলগুলোর চট্টগ্রাম পর্বেরই পালা।
×