ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এ্যাশেজে কথার যুদ্ধ, লিয়নকে প্রিয়রের পাল্টা জবাব

প্রকাশিত: ০৬:৩৫, ২৩ নভেম্বর ২০১৭

এ্যাশেজে কথার যুদ্ধ, লিয়নকে প্রিয়রের পাল্টা জবাব

স্পোর্টস রিপোর্টার ॥ এ্যাশেজ সিরিজ মানে কেবলই ব্যাট-বলের লড়াই নয়, অতীতের মতো এবারও সেটি দেখা যাচ্ছে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বর্তমান-সাবেক ক্রিকেটারদের কথার যুদ্ধ চলছেই। অসি অফস্পিনার নাথান লিয়ন বলেছেন, তার দল এবারও অনেক ইংলিশ ক্রিকেটারের ক্যারিয়ার শেষ করে দেবে, যেমনটা তারা করেছিল ২০১৫ সালে। সেবার অস্ট্রেলিয়ার মাটিতে ৫-০তে হোয়াইটওয়াশ হয়েছিল ইংল্যান্ড। সেই সময়ে সফরকারী দলের সদস্য ম্যাট প্রিয়র লিয়নকে নিজের চরকায় তেল দিতে বলেছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘তোমার স্মৃতিশক্তি দেখে আমি কিছুটা বিস্মিত। এ্যাশেজের পর আমি বাদও পড়িনি, অবসরও নেইনি। নিজেদের মাঠে ভারতের সঙ্গে সিরিজ খেলেছিলাম। এবার মাঠেই প্রমাণ হবে তোমরা কি করতে পার।’ প্রিয়র আরও আগ্রাসী ভাষায় লিখেছেন, ‘সিডনিতেই ৩-১এ সিরিজ হারলে তুমি কি অবসর নেবে?’ মাঠে নামার অপেক্ষায় থাকা অসি তারকা স্পিনার লিয়নের হয়ে জবাব দিয়েছেন মিচেল জনসন। তিনি লিখেছেন, ‘এখন তুমি যা বলছ, এটা আসলে ঠিক নয়। সবাই জানে, তখন কি ঘটেছিল। চোখে সর্ষেফুল দেখা অনেক ইংলিশ ক্রিকেটারই সিরিজের মধ্যপথে খেলতে ভয় পাচ্ছিল। ঠুনকো অজুহাতে নিজেদের সরিয়ে নিতে চাচ্ছিল!’ উল্লেখ্য, ওই সিরিজে বল হাতে একাই সফরাকারীদের গুঁড়িয়ে দিয়েছিলেন জনসন। লিয়ন বলছেন, অস্ট্রেলিয়ার পেসাররা অনেক ইংলিশ ক্রিকেটারের ‘ক্যারিয়ার’ শেষ করে দিতে পারেন! এবারও সেটার পুনরাবৃত্তি দেখছেন সেই সিরিজে খেলা অস্ট্রেলিয়ার বর্তমান দলের তিনজনের একজন লিয়ন, ‘দলের অংশ হয়ে দেখেছি, জনসন যেভাবে তাদের (ইংলিশ ব্যাটসম্যানদের) ভয় ধরিয়ে দিয়েছিল, সেটা অবিশ্বাস্য। আমরা জানি, ওই সিরিজের পর অনেক ইংলিশ ক্রিকেটারই মানসিকভাবে ভেঙ্গে পড়েছিল, অনেকের ক্যারিয়ারও শেষ হয়ে গিয়েছিল। আশাকরি এবারও আমরা ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাব।’
×