ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ অর্থনীতির ভবিষ্যত নিয়ে শঙ্কা

প্রকাশিত: ০৬:০৯, ২৩ নভেম্বর ২০১৭

ব্রিটিশ অর্থনীতির ভবিষ্যত নিয়ে শঙ্কা

ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার সিদ্ধান্তের পর থেকে স্থবির হতে শুরু করেছে ব্রিটিশ অর্থনীতি। ধীরগতি এসেছে দেশটির আবাসন ও শিল্প খাতে। বিশ্বের বিদেশী বিনিয়োগ, আন্তর্জাতিক বন্ড ইস্যু এবং অর্থ তহবিল গঠনে দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকলেও আর্থিক খাতের এক-তৃতীয়াংশ ইইউর ওপর নির্ভরশীল হওয়ায় ব্রিটিশ অর্থনীতির ভবিষ্যত নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞরা। প্রশ্ন উঠেছে, ২০১৯ সালে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর ব্রিটেনের শক্তিশালী আর্থিক খাত কতটা ক্ষতিগ্রস্ত হবে। দেশটির শিল্প খাতের ওপর বর্তমানে মোট অর্থনীতির ১২ শতাংশ নির্ভর করে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের গবেষণায় দেখা গেছে, ইইউ থেকে বেরিয়ে গেলে অন্তত ৪৪ লাখ ব্রিটিশ নাগরিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলে আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার ওপর প্রভাব বিস্তার করতে পারবে না ব্রিটিশ পাউন্ড। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ব্রেক্সিটের পরপরই দেশটির আর্থিক খাতে ধস নামবে। -অর্থনৈতিক রিপোর্টার এ্যান্ড্রয়েডের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ গুগলের অপারেটিং সিস্টেম এ্যান্ড্রয়েডের বিরুদ্ধে ব্যবহারকারীর অজান্তে তথ্য সংগ্রহের অভিযোগ তুলেছে সার্চ জায়ান্ট গুগল। ব্যবহারকারীকে না জানিয়ে তাদের স্মার্টফোনের মাধ্যমে লোকেশনের তথ্য সংগ্রহ করে এ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোন। গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, এ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীর লোকেশন সার্ভিস যখন বন্ধ থাকে তখনও লোকেশনের তথ্য সংগ্রহ করে এ্যান্ড্রয়েড। সংগৃহীত তথ্য আবার গুগলের সঙ্গে শেয়ার করে এ্যান্ড্রয়েড। এ্যান্ড্রয়েডের এই গুপ্তচর প্রবৃত্তি বন্ধের জন্য বেশ কয়েকবার উদ্যোগ নেয়া হলেও তা সফল হয়নি। তবে এ্যান্ড্রয়েড যেহেতু গোপনে এ কাজটি করত তাই প্রযুক্তি সংশ্লিষ্টদের কাছে বিষয়টি এতদিন অজানা ছিল। গুগল এ তথ্য প্রকাশ করায় এখন বিষয়টি জনসম্মুখে এলো। প্রযুক্তি গবেষকদের দাবি, যদিও তথ্যগুলো এনক্রিপ্ট করা হয়েছে কিন্তু স্পাইওয়্যার দ্বারা হ্যান্ডসেটটি আক্রান্ত হলে এসব তথ্য তৃতীয় পক্ষের কোন প্রতিষ্ঠানে যেতে পারে। -অর্থনৈতিক রিপোর্টার
×