ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্যাংক খাতের দরপতন

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

প্রকাশিত: ০৬:০৪, ২৩ নভেম্বর ২০১৭

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনের পরিমাণ কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৮৯৮ কোটি ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৯৩ কোটি ৮৯ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে এক হাজার ৯১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। বাজার বিশ্লেষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছুদিন ধরে ব্যাংক কোম্পানি আইনকে ঘিরে উন্মাদনা তৈরি হয়েছিল ব্যাংক খাতে। কিন্তু মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশন শুরুর আগে সংসদীয় কমিটির বৈঠকে ব্যাংকের সুরক্ষায় পরিচালকদের ক্ষমতা বৃদ্ধির খসড়া পাস হওয়ার পরদিনই ব্যাংকের দর কমতে থাকে। দিন শেষে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে মাত্র ৩টির দর বেড়েছে। বাকিগুলোর দর কমেছে। এছাড়া ব্যাংকগুলোর খেলাপি ঋণ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এসব কারণেই খাতটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমেছে। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির শেয়ার দর। সকালে সূচকের উর্ধগতি দিয়ে শুরুর পর থেকেই সব সময়ই সূচকের তীর ওপরের দিকে ছিল। কিন্তু ব্যাংকিং খাতের শেয়ার দর কমে যাওয়ার কারণে লেনদেনের গতি কিছুটা কম ছিল। দিন শেষেও যা অব্যাহত থাকে। দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৮৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৭০ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লঙ্কাবাংলা ফাইন্যান্স, এবি ব্যাংক, স্কয়ার ফার্মা, ইউনাইটেড পাওয়ার, সিএমসি কামাল, ফাস ফাইন্যান্স, ঢাকা ব্যাংক, বিবিএস কেবল, গ্রামীণফোন ও কেয়া কসমেটিক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : পেনিনসুলা চট্টগ্রাম, মুন্নু সিরামিক, ইস্টার্ন কেবল, সামিট পোর্ট এলায়েন্স, নদার্ন জুট, জিবিবি পাওয়ার, বিবিএস কেবল, ফু-ওয়াং সিরামিক, সিডিএম মিউচুয়াল ফান্ড ও প্রিমিয়ার সিমেন্ট। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : বারাকা পাওয়ার, দেশবন্ধু পলিমার, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, মিথুন নিটিং, বঙ্গজ, ফাস ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল, ইন্টারন্যাশনাল লিজিং, ইউনাইটেড এয়ার ও বিচ হ্যাচারি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৪ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৪৬৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : এবি ব্যাংক, কেয়া কসমেটিক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক, আইপিডিসি, বেক্সিমকো, ইউসিবি, বিবিএস কেবল ও জেনারেশন নেক্সট ফ্যাশন।
×