ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রিয় জিনিস বলে কথা

প্রকাশিত: ০৬:০৪, ২৩ নভেম্বর ২০১৭

প্রিয় জিনিস বলে কথা

বিশ বছর আগে নিজের গাড়ি চুরি নিয়ে থানায় ডাইরি করেছিলেন অগাসবার্গার আলজিমেন নামের এক জার্মান। সম্প্রতি গাড়িটি খুঁজে বের করেছে পুলিশ। প্রিয় গাড়ি পেয়ে আনন্দে আত্মহারা ওই ব্যক্তি। ৭৬ বছর বয়সী অগাসবার্গার ১৯৯৭ সালে জার্মানির ফাঙ্কফুর্ট শহরের কোন এক জায়গায় তার গাড়িটি পার্ক করে রাখেন। তারপর ভুলে যান গাড়ি পার্কের স্থান। এলোমেলোভাবে অনেকক্ষণ গাড়িটি খোঁজাখুঁজিও করেন। কিন্তু না পেয়ে গাড়িটি চুরি হয়েছে বলেই তিনি ধরে নেন। এরপর থানায় রিপোর্ট করেন। তারপর পেরিয়ে গেছে এত বছর। এর মধ্যে তিনি তার হারিয়ে যাওয়া সেই গাড়িটির আর খোঁজ পাননি। সম্প্রতি জার্মান পুলিশ গাড়িটি পুরনো একটা গ্যারেজে খুঁজে পায়। গাড়িটি একেবারে বাতিলের পর্যায়ে চলে যাওয়ায় গ্যারেজ থেকে প্রশাসনকে জানানো হয়। গাড়িটির মালিক খুঁজতে খুঁজতেই পুলিশ অগাসবার্গারের খোঁজ পায়। এত বছর পরে হারানো গাড়িটর খোঁজ পাওয়া গেলেও এটি আর ব্যবহার উপযোগী নেই বলে জানিয়েছে ফাঙ্কফুর্ট পুলিশ। কিন্তু তাতে কি? প্রিয় জিনিস বলে কথা। গাড়ির অবস্থা যত খারাপই হোক না কেন তা ফিরে পেয়ে মেয়েসহ সেটি নিয়ে বাড়ি ফিরেছেন অগাসবার্গার।-ইনডিপেন্ডেন্ট অবলম্বনে
×