ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংস্কৃতি সংবাদ

জন্মদিনে শাকুর মজিদের ভ্রমণসমগ্র চার খণ্ডে প্রকাশিত

প্রকাশিত: ০৬:০২, ২৩ নভেম্বর ২০১৭

জন্মদিনে শাকুর মজিদের ভ্রমণসমগ্র চার খণ্ডে প্রকাশিত

স্টাফ রিপোর্টার ॥ ‘২০০৩ সালে থেকে ১৬ সাল পর্যন্ত ভ্রমণ নিয়ে আমার ১৭টি বই বেরিয়েছিল। এর ১০/১২টি বই বাজারে এখন মজুদ নেই, শেষ হয়ে গেছে। কথা প্রকাশের জসিম উদ্দিন সাহেব বইগুলো প্রকাশের ব্যবস্থা করলেন। তাকে আমি বলেছিলাম, বইগুলো বাজারে নেই তিনি যদি সেগুলো ছাপেন। তাতে তিনি আগ্রহ ও উৎসাহ প্রকাশ করলেন। তাকে বলেছিলাম, আমি লেখার সময় অনেক ছবি তুলেছিলাম। সে ছবিগুলো আমার তখনকার বইগুলোতে সেভাবে দিতে পারিনি। তিনি বলেছিলেন, পুরো বইটা চার রংয়ের ছেপে দেব। ১৭টি বই পুরো চার রংয়ের ঝকঝকে ছাপা এবং ছবিগুলোও বড় সাইজের হয়েছে, এটাই এ বইয়ের বিশেষত্ব। আমার লেখার সঙ্গে সঙ্গে এ বইটাতে আমার তোলা ছবিও রয়েছে। আমার ১৭টি বই ১৫টি দেশ ভ্রমণ নিয়ে লেখা। প্রথম শুরু হয়েছিল আরব আমিরাত সফর ১৯৯৮ সালে। যেটা ২০০৩ সালে বেরিয়েছিল। এখান থেকেই শুরু। শেষটা ছিল ২০১৩ সালে নেপাল ভ্রমণ নিয়ে। পাঠকের কাছে আমার এটুকু বলা যে, আমি এত বছর ভ্রমণ করে যে অভিজ্ঞতাটুকু নিয়েছিলাম, সেটা এই বইগুলো পড়লে তারা জানতে পারবে। আমার চিন্তা ও বোধ তাদের সঙ্গে এই বইয়ের মাধ্যমে সেয়ার করতে পারব। এটা একটা প্রামাণ্য দলিল, যাতে আমি যা বলেছি, তার ছবিগুলো দেখিয়েছি’ -নিজের লেখা ৪ খ-ের ভ্রমণ সমগ্রর প্রকাশনা ও জন্মদিনের অনুষ্ঠানে একথা বলেন ভ্রমণ-কথাসাহিত্যিক, নাট্য ও প্রামাণ্যচিত্র নির্মাতা শাকুর মজিদ। নানা আয়োজনে উদযাপিত হলো জনপ্রিয় ভ্রমণ-কথাসাহিত্যিক, নাট্য ও প্রামাণ্যচিত্র নির্মাতা শাকুর মজিদের ৫২তম জন্মদিন। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে ক্যাডেট কলেজ ক্লাবে অনুষ্ঠানের আয়োজন করে প্রকাশনা সংস্থা কথা প্রকাশ। অনুষ্ঠানের শুরুতে শাকুর মজিদের লেখা ৪ খ-ের ভ্রমণসমগ্রের প্রকাশনা উৎসব হয়। ৪ খ-ে ১৭টি ভ্রমণগ্রন্থ প্রকাশ এবং অনুষ্ঠানটি আয়োজন করে কথা প্রকাশ। মোড়ক অনুষ্ঠানের উপস্থিত ছিলেন লেখকের সহপর্যটকবৃন্দ। এদের মধ্যে ছিলেন খ ম হারুন, কায়েস চৌধুরী, স্ত্রী ড. হোসনে আরা জলী, ভ্রমণদল পঞ্চপর্যটকের কাজী এম আরিফ, তরিকুল লাভলু, এনায়েত কবীর ও সাঈদ হাসান। স্বাগত বক্তব্য রাখেন প্রকাশক জসিম উদ্দিন। শুরুতে শাকুর মজিদ এবং তার ভ্রমণ নিয়ে তথ্যচিত্র দেখা হয়। কথা প্রকাশের কর্ণধার জসিম উদ্দিন বলেন, ভ্রমণ নিয়ে শাকুর মজিদ সাহেবের আগ্রহ সব সময়। আমি দেখেছি তার ভ্রমণ নিয়ে লেখাগুলো বই ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে। পাঠকের কাছে এগুলো পৌঁছনোর জন্য আমরা বই আকারে বাজারে ছাড়ার ব্যবস্থা করি। ভ্রমণ নিয়ে পাঠকরা বড় বিষয় সম্পর্কে এ বইয়ে জানতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস। গল্প-নাটক-ভ্রমণকাহিনী লিখে ইতোমধ্যে শাকুর মজিদ সাহিত্য অঙ্গনে সবার নজর কেড়েছেন। ১৯৮৫ সালে কুড়ি বছর বয়সে সিলেট বেতারে তার লেখা নাটক ‘যে যাহা করোরে বান্দা আপনার লাগিয়া’ প্রথম প্রচার হয়। ‘লন্ডনি কইন্যা’ বিটিভিতে প্রচারের পর তিনি আলোচনায় আসেন। এছাড়া তিনি লিখেছেন নাইওরী, বৈরাতী, করিমুন নেছা, চেরাগসহ বেশ কয়েকটি টেলিভিশন-নাটক ও টেলিফিল্ম। পরিচালনা করছেন নাটক-টেলিফিল্ম। বাউল শাহ আবদুল করিমের জীবন ও দর্শন নিয়ে লিখেছেন মঞ্চনাটক মহাজনের নাও এবং তথ্যচিত্র ভাটির পুরুষ। দেশ-বিদেশের ভ্রমণচিত্র নিয়ে প্রায় তিন শতাধিক প্রামাণ্যচিত্র বানিয়েছেন তিনি। ছবি তুলে, নাটক-টেলিফিল্ম ও তথ্যচিত্র বানিয়ে দেশে-বিদেশে অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। দেশ ভ্রমণ তার একটি বড় নেশা। প্রায় ত্রিশের অধিক দেশ ভ্রমণ করেছেন। প্রকাশিত হয়েছে অষ্টভ্রমণ, সুলতানের শহর, লেস ওয়ালেসার দেশে, সক্রেটিসের রাড়ি, কালাপানি, পাবলো নেরুদার দেশেসহ বহু ভ্রমণকাহিনী। এছাড়াও মঞ্চনাটকের আলোকচিত্র নিয়ে প্রকাশিত হয়েছে বাংলাদেশের প্রথম আলোকচিত্র গ্রন্থ রিদম অন দ্য স্টেজ। আত্মজৈবনিক গ্রন্থ ক্লাস সেভেন ১৯৭৮। বর্ণিল জীবনের অধিকারী শাকু মজিদের জন্ম সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামে ১৯৬৫ সালের ২২ নবেম্বর। মা বেগম ফরিদা খাতুন এবং বাবা প্রয়াত আবদুল মজিদ। পাঁচ ভাই-বোনের মধ্যে শাকু সবার বড়। শুরু হচ্ছে ‘বাংলার কণ্ঠ’ মিউজিক্যাল রিয়েলিটি শো ॥ এইচ ডি চ্যানেল বাংলা টিভিতে আগামী বছরের ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘বাংলার কণ্ঠ’ শিরোনামের নতুন মিউজিক্যাল রিয়েলিটি শো। যার মূল লক্ষ্য হচ্ছে তৃণমূল থেকে তুলে আনা বাংলা গানের সঙ্গীত প্রতিভা। ধ্রুব মাল্টিমিডিয়া আয়োজিত এ রিয়েলিটি শো প্রাথমিক পর্যায়ে শুরু হচ্ছে নিজস্ব অর্থায়নে। এ উপলক্ষে প্রেসক্লাবে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন এ রিয়েলিটি শোয়ের বিচারক সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী, কণ্ঠশিল্পী রবি চৌধুরী, প্রজেক্ট চেয়ারম্যান ফয়েজ উল্লাহ ইকবাল, প্রজেক্ট কো অর্ডিনেটর বশিরুল আলম নান্নু, উপদেষ্টা ইমরান হোসেন পাটোয়ারি, পরিচালক মাহবুব আহসান টনি, বাংলা টিভির সিইও সোহেল এইচ প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘বাংলার কণ্ঠ’ অডিশনে যারা অংশ নেবেন তাদের বয়স ১৪ থেকে ৩৫ এর মধ্যে হতে হবে। রেডিও ও টেলিভিশনের শিল্পীরা অংশ নিতে পারবে না। এ বছরের ৫ ডিসেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। বাছাইয়ের ক্ষেত্রে প্রাথমিকভাবে ১০টি জোনে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছেÑ সিলেট, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, কুষ্টিয়া, নোয়াখালী ও ঢাকা। প্রতি জোন থেকে প্রাথমিক পর্যায়ে ৩৭ জন করে প্রতিযোগী নির্বাচন করা হবে। বাছাইকৃত তিন শ’ জনকে নিয়ে শুরু হবে গালা রাউন্ড, এর থেকে এসএমএস রাউন্ডের জন্য বেছে নেয়া হবে ৫০ জনকে। বাছাইকৃত প্রতিযোগীদের আনা হবে ফাইনাল রাউন্ডে। দর্শকের ভোট ও বিচারকদের রায়ে নির্বাচন হবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান আধিকারীদের। তাদের নাম ঘোষণা হবে গ্রান্ড ফাইনানে। তাদের প্রতিভার স্বাক্ষর হিসেবে প্রদান করা হবে নগদ অর্থ ও তাদেরই গাওয়া মৌলিক গানের একক ও যৌথ এ্যালবাম। এ রিয়েলিটি শো বাংলা টিভিতে প্রচার শুরু হবে আগামী বছরের ২২ ফেব্রুয়ারি থেকে। প্রতি বৃহস্পতিবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত। মহিলা সমিতি মঞ্চে উদীচীর ‘রাজনৈতিক হত্যা’ মঞ্চস্থ ॥ দীর্ঘ বিরতির পর আবারও মঞ্চে এলো উদীচী শিল্পীগোষ্ঠীর নাটক ‘রাজনৈতিক হত্যা’। বুধবার সন্ধ্যায় বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তন মঞ্চে মঞ্চস্থ হয় রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে গড়ে ওঠা নাটকটির পরিবেশনা। প্রখ্যাত ফরাসী দার্শনিক জাঁ পল সার্ত্রে রচিত নাটকটি বাংলায় অনুবাদ করেছেন কলকাতার অর্পিতা ঘোষ। নাটকের নির্দেশনা দিয়েছেন রতন দেব। নাটকটির গল্প আবর্তিত হয়েছে মধ্য ইউরোপের একটি কাল্পনিক দেশ ইলিথিয়াকে কেন্দ্র করে। শিল্পকলায় যাত্রা উৎসব ॥ যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা ২০১২ বাস্তবায়ন ও যাত্রাদল নিবন্ধনের লক্ষ্যে শিল্পকলা একাডেমিতে চলছে নমব যাত্রা উৎসব। মঙ্গলবার থেকে শুরু হওয়া এ উৎসবের দ্বিতীয় দিন ছিল বুধবার। এদিন একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হয় তিনটি যাত্রাপালা। নেত্রকোনার ঝলমল নাট্যসংস্থার পরিবেশনায় ও রাজ্জাক গোসাইয়ের পরিচালনায় পরিবেশিত হয় ‘প্রেমের সমাধি তীরে’, নরসিংদীর ফরিদা নাট্য সংগঠনের পরিবেশনায় ও শহীদুল্লাহ বাহারের পরিচালনায় পরিবেশিত হয় ‘রূপবান’ এবং খুলনার বনানী অপেরার পরিবেশনায় ও সেলিম রেজার পরিচালনায় পরিবেশিত হয় ‘মিলনমালা’। কবি রেজাউদ্দিন স্টালিনের জন্মদিন উদ্যাপন ॥ কবি রেজাউদ্দিন স্টালিনের ৫৫তম জন্মদিন উপলক্ষে এক মনোজ্ঞ অনুষ্ঠান হয় রাজধানীর পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে বুধবার সন্ধ্যায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারডেমের কার্ডিয়াকের নির্বাহী পরিচালক প্রফেসর ডাঃ এম এ রশীদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। ঢাবিতে শর্ট মুভি ফেস্টিভ্যাল শুরু ॥ বিশ্ববিদ্যালয় রিপোর্টার জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মানবাধিকার বিষয়ক দু’দিনব্যাপী শর্ট মুভি ফেস্টিভ্যাল শুরু হয়েছে। চলবে আজ বিকাল ৫টা পর্যন্ত। বর্ণাঢ্য এই আয়োজনে বাংলাদেশ ছাড়াও স্পেন, নরওয়ে, আমেরিকা, অস্ট্রেলিয়া, উরুগুয়ে, যুক্তরাজ্য এবং ভারতের মানবাধিকার বিষয়ক ফিকশন, এ্যানিমেশন ও ডকুমেন্টারি প্রদর্শিত হবে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এই উৎসবের উদ্বোধন করা হয়। বাংলাদেশস্থ নরওয়েজিয়ান ও স্পেন দূতাবাস এবং ঢাবি ক্রিমিনোলজি বিভাগ যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করেছে। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন ও স্পেনের রাষ্ট্রদূত আলভারো ডি সালাস উপস্থিত ছিলেন।
×