ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অগ্রণী ব্যাংকের ঋণ অনিয়ম তদন্তে সংসদীয় উপ কমিটি

প্রকাশিত: ০৫:৫৫, ২৩ নভেম্বর ২০১৭

অগ্রণী ব্যাংকের ঋণ অনিয়ম তদন্তে সংসদীয় উপ কমিটি

সংসদ রিপোর্টার ॥ অগ্রণী ব্যাংকের ঋণ প্রদানের অনিয়ম তদন্তে তিন সদস্যের সংসদীয় উপ কমিটি গঠন করা হয়েছে। স্বতন্ত্র সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনকে আহ্বায়ক এবং ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও ওয়াসিকা আয়শা খানকে সদস্য করে এই কমিটি গঠন করা হয়েছে। সংসদ ভবনে বুধবার অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৬তম বৈঠকে গঠিত এই কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর আগে বৈঠকে অগ্রণী ব্যাংক সম্পর্কিত এক প্রতিবেদন উপস্থাপন করে কেন্দ্রীয় ব্যাংক। এই প্রতিবেদন সূত্রেই অগ্রণী ব্যাংকের ঋণ প্রদানের অনিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারে কমিটি। মূলত কমিটির আগের বৈঠকে বিষয়টি আলোচনায় আসে। যারই প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়। এরই ধারাবাহিকতায় প্রতিবেদন প্রস্তুত করে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ।
×