ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভুয়া নোটিসে খিলগাঁও থানা শ্রমিক লীগ কার্যালয় উচ্ছেদের প্রতিবাদে র‌্যালি

প্রকাশিত: ০৫:৫৪, ২৩ নভেম্বর ২০১৭

ভুয়া নোটিসে খিলগাঁও থানা শ্রমিক লীগ কার্যালয় উচ্ছেদের প্রতিবাদে র‌্যালি

উচ্ছেদ অভিযানের নামে ভুয়া নোটিসের ভিত্তিতে জাতীয় শ্রমিক লীগ খিলগাঁও থানা (ঢাকা মহানগর দক্ষিণ) কার্যালয় গুঁড়িয়ে দেয়ার প্রতিবাদে গত ২০ নবেম্বর সংগঠনের ব্যানারে উক্ত এলাকায় এক প্রতিবাদ র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে পরিণত হয়। সমাবেশে বক্তারা উচ্ছেদের নির্দেশ প্রদানকারী শীর্ষ কর্মকর্তাকে খুঁজে বের করে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে আরও কর্মসূচী দেয়া হবে বলে বক্তারা জানান। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মিজানুর রহমান হোসেন, সাধারণ সম্পাদক নূরে মোহাম্মদ ও কার্যকরী সভাপতি বাবুল শিকদার। এ সময় খিলগাঁও থানা শ্রমিক লীগের গুরুত্বপূর্ণ নেতাসহ সকল ইউনিট থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নোটিসে নাম না থাকার পরও গত ১৬ নবেম্বর একটি বিশেষ মহলের অশুভ ইঙ্গিতে কয়েকজন ম্যাজিস্ট্রেটের নির্দেশে জাতীয় শ্রমিক লীগ, খিলগাঁও থানা এলাকার কার্যালয় গুঁড়িয়ে দেয়া হয়। এ সময় অন্যান্য আসবাবপত্রের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করা হয়। -বিজ্ঞপ্তি
×