ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৭ মার্চকে আন্তর্জাতিক ভাষণ দিবস হিসেবে পালনের দাবি

প্রকাশিত: ০৫:৫৪, ২৩ নভেম্বর ২০১৭

৭ মার্চকে আন্তর্জাতিক ভাষণ দিবস হিসেবে পালনের দাবি

স্টাফ রিপোর্টার ॥ ৭ মার্চকে ‘আন্তর্জাতিক ভাষণ দিবস’ হিসেবে পালন করার দাবি জানিয়েছেন আসাদুজ্জামান বিপ্লব নামে এক ব্যাক্তি। প্রধানমন্ত্রী ও জাতিসংঘ বরাবর আবেদনের মাধ্যমে তিনি এ দাবি পেশ করেন। তিনি ময়মনসিংহের ভালুকার মেজরভিটা গ্রামের মোতালেব সরকার ও রেজিয়া আক্তারের সন্তান। দাবিতে তিনি বলেন, বঙ্গবন্ধুর ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ ভাষণটি ইউনেস্কোর ‘মেমরি অব দ্য ওয়ার্ল্ড’ তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে। বঙ্গবন্ধু এবং বিশ্বের অন্যান্য দেশের যে সকল মুক্তিকামী নেতা লড়াই ও সংগ্রামের মাধ্যমে জাতিসত্ত্বার জন্ম দিয়েছেন তাদের প্রতি সম্মান জানিয়ে বছরের একটি দিনকে ‘আন্তর্জাতিক ভাষণ দিবস’ হিসেবে ঘোষণা করা এখন সময়ের দাবি। এ বিষয়ে তিনি জাতিসংঘের মহাসচিবসহ দল-মত নির্বিশেষে বাংলাদেশের সকল নাগরিকের সহযোগিতা কামনা করেছেন।
×