ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাত

প্রকাশিত: ০৫:৫৪, ২৩ নভেম্বর ২০১৭

 স্পীকারের সঙ্গে  ভারতীয়  হাইকমিশনারের  সাক্ষাত

সংসদ রিপোর্টার ॥ বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা। বুধবার স্পীকারের সংসদ ভবনের কার্যালয়ে এক বৈঠকে তারা এমন আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে তারা ঢাকায় অনুষ্ঠিত ৬৩তম সিপিসি, আন্তঃদেশীয় যোগাযোগ বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় স্পীকার কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে (সিপিসি) ভারতের লোকসভা ও রাজ্যসভার প্রতিনিধিদল অংশগ্রহণ করায় লোকসভার স্পীকার সুমিত্রা মহাজনকে ধন্যবাদ জানান। আর ভারতীয় হাইকমিশনার ৬৩তম সিপিসি সফলভাবে আয়োজন করায় স্পীকারকে অভিনন্দন জানান। অষ্ট্রেলিয়ান প্রতিনিধি দল ॥ স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে অস্ট্রেলিয়ার সিনেটর ক্ল্যায়ার মুরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাত করেছেন। সাক্ষাতকালে তারা টেকসই উন্নয়ন লক্ষ্য নিয়ে আলোচনা করেন। প্রতিনিধিদল সংসদ অধিবেশনের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ এমপি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ এমপি উপস্থিত ছিলেন।
×