ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাইকোর্টের রুল

আপন জুয়েলার্সের তিন মালিককে কেন জামিন নয়?

প্রকাশিত: ০৫:৫৩, ২৩ নভেম্বর ২০১৭

আপন জুয়েলার্সের তিন মালিককে কেন জামিন নয়?

স্টাফ রিপোর্টার ॥ অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় শুল্ক গোয়েন্দা অধিদফতরের করা পাঁচ মামলায় আপন জুয়েলার্সের তিন মালিককে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এমপিও দেয়ার নির্দেশ ॥ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ৪৪ শিক্ষককে এমপিও দেয়ার নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। অন্যদিকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘এফ’ ইউনিটের (গণিত ও পরিসংখ্যান) ভর্তি পরীক্ষা বাতিলে সিন্ডিকেটের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপীল বিভাগ। বুধবার আপীল বিভাগ ও হাইকোর্টেও সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছেন।
×