ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে রাজাকার ফোকন ও জাহিদ গ্রেফতার

প্রকাশিত: ০৫:৫৩, ২৩ নভেম্বর ২০১৭

হবিগঞ্জে রাজাকার  ফোকন ও জাহিদ  গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২২ নবেম্বর ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় খুন, অগ্নিসংযোগ, লুটপাট, নির্যাতন ও অপহরণের মতো নানা মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে লাখাইয়ের মুড়িয়ক গ্রামের বাসিন্দা ও তৎকালীন পাকিস্তানী নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নেতা মৌলানা শফি উদ্দিনের ঘনিষ্ঠ দুই সহচর রাজাকারকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এএসপি নূর হোসেন জনকণ্ঠকে জানান, বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের আদালত তৎকালীন পাকিস্তানী নেজামে ইসলাম পার্টির নেতা রাজাকার কমান্ডার মৌলানা শফি উদ্দিনসহ আরও দুই জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর পুলিশ ফোকন রাজাকার ও জাহিদ রাজাকারকে গ্রেফতার করে। সূত্র জানিয়েছে, মৌলানা শফিকে গ্রেফতার থেকে বাঁচাতে তার পরিবারের ঘনিষ্ঠজনরা বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে পাঠিয়ে ক্রমান্বয়ে স্থান বদল করছেন। সংশ্লিষ্ট মামলার এক সাক্ষী নাম প্রকাশ না করার শর্তে জানান, শফি বি-বাড়িয়া থেকে এখন হবিগঞ্জের মাধবপুরের আইল্লারা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন। ফলে শফিকে গ্রেফতারে পুলিশী ভূমিকা নিয়ে এলাকার মানুষের মাঝে বিরূপ প্রশ্নের উদ্ভব ঘটেছে। এদিকে ওই দুই রাজাকার গ্রেফতার হওয়ায় এলাকার সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে আনন্দ-উল্লাস। বিভিন্ন স্থানে চলছে মিষ্টি বিতরণ।
×