ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গুম সংক্রান্ত অভিযোগ রাজনৈতিক ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫৩, ২৩ নভেম্বর ২০১৭

গুম সংক্রান্ত অভিযোগ রাজনৈতিক ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়। এ কারণে দেশে জঙ্গীবাদ প্রশ্রয় পায়নি। যারা জঙ্গী কার্যক্রমের সঙ্গে লিপ্ত হয়েছিল শক্ত হাতে তাদের দমন করা হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার রাজধানীর সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ১৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ সময় সাংবাদিকরা জঙ্গীবাদ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন- দেশে গুম সম্পর্কে যেভাবে অভিযোগ করা হয় সেটা অনেকটাই রাজনৈতিক। সরকারকে দোষারোপ করার জন্যই গুম নিয়ে নানা ধরণের অভিযোগ নানাভাবে বলা হয়। তারপরও বর্তমান সরকার প্রতিটি অভিযোগ বেশ গুরুত্ব দিয়েই বিবেচনা করছে। যারা গুম হয়েছে-তাদের অনেকেই ফিরেও আসছে। এই এক সপ্তাহেই তো তিনজন ফিরেছে। তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে কারা, কেন তাদের গুম করেছিল। আমি আশা করি তাদের মতো হয়ত অন্যরাও ফিরে আসবে। সরকার তাদের খুজে বের করতে আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য নানাবিধ পদক্ষেপও নেয়া হয়েছে।
×