ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পরীক্ষা সূচীর বিস্তারিত শিক্ষাসাগর পাতায়

এসএসসি পরীক্ষার সময়সূচী প্রকাশ

প্রকাশিত: ০৫:৫১, ২৩ নভেম্বর ২০১৭

এসএসসি পরীক্ষার সময়সূচী প্রকাশ

স্টাফ রিপোর্টার ॥ আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচী প্রকাশ করা হয়েছে। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনায় পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১ ফেব্রুয়ারি থেকে। বুধবার শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার সময়সূচী অনুমোদন দিয়ে সংশ্লিষ্ট বোর্ড চেয়ারম্যানদের কাছে পাঠিয়েছে। শিক্ষা বোর্ড ইতোমধ্যেই তাদের ওয়েবসাইটে সময়সূচী প্রকাশ করেছে। অন্যান্য বছরের মতো এবারও সকালের পরীক্ষা ১০টা থেকে এবং বিকেলের পরীক্ষা ২টা থেকে শুরু হবে। সময়সূচী অনুযায়ী ১ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির লিখিত বা তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৫ ফেব্রুয়ারি সঙ্গীতের ব্যবহারিক পরীক্ষা এবং ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চের মধ্যে বেসিক ট্রেডসহ এসএসসির সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা নেয়ার কথা বলা হয়েছে সময়সূচীতে। দাখিলের তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ২৫ ফেব্রুয়ারি। এক্ষেত্রে ৬ মার্চের মধ্যে সকল ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষ করতে হবে। কারিগরি বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। এবার থেকেই শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও লেখাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ের পরীক্ষা হচ্ছে না। এসব বিষয়ে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েসবাইটে অনলাইনে পাঠাবে বলে পরীক্ষার সময়সূচীতে উল্লেখ করা হয়েছে। সময়সূচীতে দেয়া নির্দেশনা অনুযায়ী, প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় অংশের পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না। আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান জানিয়েছেন, এবারই প্রথম নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলোর ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমের প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাবে। সিদ্ধান্ত অনুযায়ী শুধু উল্লেখিত বিষয়গুলোর পরীক্ষা আর বোর্ডের অধীনে হবে না। এগুলোর মূল্যায়ন হবে বিদ্যালয়ে। পরীক্ষার্থীদের সৃজনশীল, এমসিকিউ এবং ব্যবহারিক অংশে আলাদাভাবে পাস করতে হবে। পরীক্ষার্থীদের চাপ কমাতে কিছুদিন ধরেই বিষয় কমানোর কথা জানিয়ে আসছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এবারের পরীক্ষায় তার প্রয়োগ হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, পরীক্ষার্থীরা কেন্দ্রে সাধারণ ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ পাবেন। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে ও ব্যবহার করতে পারবে না। পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে। আজ থেকে চায়না-বাংলাদেশ এডুকেশন এক্সপো ॥ তৃতীবারের মতো ঢাকায় শুরু হচ্ছে চায়না-বাংলাদেশ এডুকেশন এক্সপো-২০১৭। চীনের ৩০টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এই এক্সপোতে অংশগ্রহণ করবেন। দুদিনব্যাপী এ মেলা আজ বৃহস্পতিবার রাজধানীর ইংরেজী দৈনিক দ্য ডেইলি স্টার ভবনে শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি থাকবেন। জানা গেছে, বাংলাদেশের স্বনামধন্য এডুকেশন কনসালট্যান্ট এজেন্সি সানজেন ইন্টারন্যাশনালের তত্ত্বাবধানে আন্তর্জাতিক এই এডুকেশন এক্সপোতে থাকছে চীনের নামকরা সব বিশ্ববিদ্যালয়ে বিনা ফি’তে ভর্তির সুযোগ। যেখানে বিনা বেতনে পড়াশোনার পাশাপাশি মাস শেষে রয়েছে আকর্ষণীয় বৃত্তির ব্যবস্থা। এছাড়া মেলায় বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য চীন সরকারের বিশেষ স্কলারশিপ সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন চীনের সাউথ ওয়েস্ট ফরেস্ট্রি ইউনিভার্সিটির ডেপুটি ডিন মিস ইয়াং সিউই ও চীনের সাউথ এশিয়ান এডুকেশন এ্যাফেয়ার এ্যাডভাইজর ড. পার্থ সারথী গাঙ্গুলি।
×