ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চেকবইয়ের বদলে ডিজিটাল লেনদেন চালু করছে মোদি সরকার

প্রকাশিত: ০৫:৫১, ২৩ নভেম্বর ২০১৭

চেকবইয়ের বদলে ডিজিটাল লেনদেন চালু করছে মোদি সরকার

ভারতের ব্যাংকগুলো থেকে চেক বইয়ের সুবিধা তুলে দিতে চাইছে মোদি সরকার। এর মূল উদ্দেশ্য, ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে ডিজিটাল লেনদেন বাড়ানো। এমনই সম্ভাবনার কথা জানালেন কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি)-এর সেক্রেটারি জেনারেল প্রবীণ খান্ডেলওয়াল। ইন্ডিয়া টুডে। সম্প্রতি ভূপালে এক অনুষ্ঠানে খান্ডেলওয়াল সাংবাদিকদের বলেন, অদূর ভবিষ্যতে কেন্দ্র চেকের সুবিধা তুলে দিতেও পারে। ডিজিটাল লেনদেন বাড়ানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, সরকার নতুন নোট ছাপতে গিয়ে ২৫ হাজার কোটি টাকা খরচ করেছে। আর সেই নোটের নিরাপত্তা দিতে ও তার পরিবহন করতে গিয়ে খরচ করেছে আরও ৬ হাজার কোটি টাকা। আগামীতে এই বিপুল পরিমাণ খরচ যাতে আর না করতে হয় সেই চেষ্টাই করছে মোদি সরকার।
×