ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় ভার্সিটি ছাত্র হত্যার দায়ে দুই জনের ফাঁসি, যাবজ্জীবন ৯ জনের

প্রকাশিত: ০৫:৪৭, ২৩ নভেম্বর ২০১৭

কুষ্টিয়ায় ভার্সিটি ছাত্র হত্যার দায়ে দুই জনের ফাঁসি, যাবজ্জীবন ৯ জনের

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২২ নবেম্বর ॥ কুষ্টিয়ায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তৌহিদুল ইসলাম লিপু (২১) অপহরণ ও হত্যা মামলায় দুই আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- ও নয় জনের যাবজ্জীবন কারাদ-সহ বিভিন্ন মেয়াদের দন্ডাদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এবিএম মাহমুদুল হাসান এ রায় প্রদান করেন। ফাঁসির দন্ডপ্রাপ্ত রাকিবুল ইসলাম বাপ্পী ও মোঃ সুমন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হচ্ছে জুহাইম খন্দকার ওরফে শুভ, হৃদয়, সুমন, আলিফ, সাজেদুল, নয়ন, সজীব, মিনহাজ ও মিলন। এছাড়াও আসামি আবু সাঈদের দশ বছর কারাদন্ড এবং আসামি মাহাবুব আলম, রিপন হোসেন ও সুজন মাহামুদের তিনবছর করে সশ্রম আদেশ দেয়া হয়েছে। উল্লেখ্য, ২০১৪ সালের ৩১ আগস্ট বেড়াতে যাবার কথা বলে বন্ধু লিপুকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা মোবাইল ফোনে লিপুর বাবা ওয়াহিদুল ইসলামের কাছে তিন কোটি টাকা মুক্তিপণ দাবি করে। এ ব্যাপারে লিপুর পিতা ওয়াহিদুল ইসলাম বাদী হয়ে গত ৪ সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানায় ছেলের বন্ধু ইমন, বাপ্পী, শুভ ও রাতুলকে আসামি করে একটি মামলা করেন। পুলিশ এ ঘটনায় আসামি বাপ্পীকে গ্রেফতার করলে সে আদালতে লিপু অপহরণ ও হত্যাকা-ের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।
×