ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভাড়াটে পরীক্ষার্থী

প্রকাশিত: ০৫:৪৩, ২৩ নভেম্বর ২০১৭

ভাড়াটে পরীক্ষার্থী

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২২ নবেম্বর ॥ বাউফলে একটি হাইস্কুলের ভাড়াটে শিক্ষার্থীদের দিয়ে পিইসি পরীক্ষা দেয়া হয়েছে। এমন অভিযোগ পাওয়া গেছে, নাজিরপুর ইউনিয়নের বিদ্যাসুন্দর রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। জানা গেছে, পিইসি পরীক্ষায় অংশ নিতে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক একই ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর ৭ শিক্ষার্থীকে ভাড়া করেন। ওই শিক্ষার্থীরা মঙ্গলবার পর্যন্ত পরীক্ষায় অংশ নিয়েছে। পরে বিষয়টি জানাজানি হয়ে গেলে পরবর্তী পরীক্ষায় তারা অংশ নেয়নি। বুধবার বেলা ১১টার দিকে সরেজিমন পিইসি পরীক্ষার নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনকালে দেখা যায়, ওই বিদ্যালয়ের সেই ভাড়াটে শিক্ষার্থীদের নির্ধারিত ৭টি আসনই শূন্য রয়েছে।
×