ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রানীহাটিতে সড়ক বেহাল ॥ পাঁচ লাখ মানুষের দুর্ভোগ

প্রকাশিত: ০৫:৪২, ২৩ নভেম্বর ২০১৭

রানীহাটিতে সড়ক বেহাল ॥ পাঁচ লাখ মানুষের দুর্ভোগ

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ জেলা শহরের কাছাকাছি রানীহাটি ইউপির একটি সড়কের বেহাল। এতে পাঁচ ইউনিয়নের লক্ষাধিক মানুষ জেলা সদরে আসতে ভোগান্তির শিকার হচ্ছে। এক কিলোমিটারের বোলতলা-রামচন্দ্রপুর যাবার এই সড়কটির কংক্রিট উঠে মাটি বেরিয়ে পড়েছে। বারঘরিয়া-সোনামসজিদ সড়কের ধারে অবস্থিত এই পাকা সড়কটি দুটি উপজেলার সাত ইউপির কয়েক হাজার লোক ব্যবহার করে। রামচন্দ্রপুর হাট জেলার সববৃহৎ পশুহাট হবার কারণে সপ্তাহে দুইদিন বিভিন্ন জেলাসহ রাজধানীর লোকজনও আসে এই হাটে পশু কিনতে। তারাও ব্যবহার করে সাড়কটি। আবার চরাঞ্চলের সাত ইউপির জনসাধারণ জেলা শহরে আসতেও ব্যবহার করে থাকে সড়কটি। ইউপি চেয়ারম্যান মহসিন আলী জানান, ইতোমধ্যেই সদর উপজেলার দৃষ্টি আকর্ষণ করতে সামর্থ্য হয়েছে। ১৭-১৮ অর্থ বছরের জন্য সংস্কার পরিকল্পনায় উঠে আসলেও মেরামত কাজ শুরু হবে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ ইতোপূর্বে কয়েকবার সংস্কার বরাদ্দ আসলেও অজ্ঞাত কারণে তা আর হয়ে উঠেনি।
×