ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বন্দরে লস্কর নিয়োগে তালিকা প্রকাশের দাবি

প্রকাশিত: ০৫:৪২, ২৩ নভেম্বর ২০১৭

চট্টগ্রাম বন্দরে লস্কর নিয়োগে তালিকা প্রকাশের দাবি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দরে লস্কর পদে নিয়োগ নিয়ে সমালোচনার ঝড় থামছে না। এক্ষেত্রে ব্যাপক অনিয়ম হয়েছে বলে অভিযোগ এনেছে বিভিন্ন সংগঠন। বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কার সুপারিশে, কতজন নিয়োগ হয়েছে তা প্রকাশের দাবি জানিয়েছে বন্দরের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ও স্থানীয় অধিবাসীদের অধিকার আদায়কারী পরিষদ। তারা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের ২০ জন এ পদে আবেদন করেছিল। কিন্তু কারও চাকরি হয়নি। এক্ষেত্রে সরকার নির্ধারিত কোটাও মানা হয়নি বলে অভিযোগ তাদের। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি নুর মোহাম্মদ খান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্য থেকে যারা আবেদন করেছিল তাদের মধ্যে মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী কোটার প্রার্থীও ছিল। নৌ পরিবহনমন্ত্রী চট্টগ্রাম থেকে ৪৫ জনকে নিয়োগের যে তথ্য দিয়েছেন তা সঠিক নয় দাবি করে তিনি বলেন, কিভাবে, কোন্ কোটায় কতজন নিয়োগ হয়েছে তা স্পষ্ট করা হোক। তারা এক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্য যথাযথ ভূমিকা রাখেননি বলেও অভিযোগ আনেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সিদ্দিকুল ইসলাম, দিদারুল হক, জাহাঙ্গীর আলম প্রমুখ।
×