ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মুখ্য পাট পরিদর্শক নিহত

প্রকাশিত: ০৫:৪১, ২৩ নভেম্বর ২০১৭

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মুখ্য পাট পরিদর্শক নিহত

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২২ নবেম্বর ॥ ঝিনাইদহ মুখ্য পাট পরিদর্শক খান মাসুদুর রহমান (৩৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় তিনিসহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদফতরের পরিদর্শক রাসেল আলী আহত হন। পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে জেলা মুখ্য পাট পরিদর্শক মারা যান। নিহত খান মাসুদুর রহমান সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দা। সদর থানার ওসি শেখ এমদাদুল হক জানান, জেলা মুখ্য পাট পরিদর্শক খান মাসুদুর রহমান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রক রাসেল আলী জেলা প্রশাসনের কার্যালয়ে মিটিং শেষে বাসায় ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাস্তা পার হওয়ার সময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী চুয়াডাঙ্গা ডিলাক্সের একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। মাসুদুর রহমানের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ফরিদপুর নেয়ার সময় রাত সাড়ে ৯ টার দিকে তার মৃত্যু হয়। গাজীপুরে চালক ও সাংবাদিক স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় এক পিকআপ চালক ও মোটরসাইকেল আরোহী এক সাংবাদিক নিহত হয়েছে। এসময় অপর একজন আহত হয়েছে। মাওনা হাইওয়ে থানার ওসি জানান, বুধবার ভোর পৌনে চারটার দিকে একটি পিকআপভ্যান বেপরোয়া গতিতে ময়মনসিংহ যাচ্ছিল। শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পিকআপভ্যানটি সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপের চালক ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। নিহতের নাম সোহাগ মিয়া (১৯)। সে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার কেশবপুর গ্রামের বাদল মিয়ার ছেলে। এদিকে একইদিন দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের মৈরান ঝাঝর এলাকায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী এক সাংবাদিক নিহত ও অপর এক সাংবাদিক আহত হয়েছে। নিহতের নাম জয়নাল আবেদীন হযরত (৩২)। তিনি শেরপুর জেলার শ্রীবর্দী থানার খড়িয়া গাজীরচর এলাকার মকবুল হোসেনের ছেলে এবং দৈনিক ভোরের চেতনা পত্রিকার নির্বাহী সম্পাদক। চৌগাছায় ক্রেডিট সুপারভাইজার স্টাফ রিপোর্টার যশোর অফিস থেকে জানান, চৌগাছা যুব উন্নয়ন অসের ক্রেডিট সুপারভাইজার আবু হেনা মোস্তফা কামাল (৪৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি মাগুরা জেলার শাউপজেলার টিপরুল গ্রামের বান্দা এবং দুই সন্তানের জনক। বুধবার সকালে যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া শহরের স্নকটে এ দুঘর্টনা ঘটে। চৌগাছা যুব উন্নয়ন অসের হিসাব রক্ষক হেলাল উদ্দন জানান, বুধবার মোস্তফা কামাল ও তার স্ত্রী মোটরসাইকেলে খুলনা শহরে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। নওয়াপাড়া শহপার হওয়ার পরই মধুমতি পনের একযাত্রীবাবাস তাদের দেয়। এ ঘটনায় তিনি মারাত্মক আহত হন। আহত হন তার স্ত্রীও। স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তার স্ত্রীকে চিকিৎসা দেয়া হয়েছে।
×