ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গমের ব্লাস্ট রোগ নিয়ে কর্মশালা

প্রকাশিত: ০৫:৩৭, ২৩ নভেম্বর ২০১৭

গমের ব্লাস্ট রোগ নিয়ে কর্মশালা

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২২ নবেম্বর ॥ ফরিদপুরে ‘গমের ব্লাস্ট রোগ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধিতে করণীয়’-শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের টেপাখোলা জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরিচালক (উদ্ভিদ সংগনিরোধ উইং) কৃষিবিদ মোহাম্মদ মোহসীন। এতে বক্তব্য দেন ড. জাহিদুল ইসলাম সরকার, কৃষি সম্প্রসারণ অধিদফতর, ফরিদপুরের অতিরিক্ত পরিচালক ড. কিংকর চন্দ্র দাস, ড. এ্যালেন ডেভিড ম্যাকহগ, পরিতোষ মালাকার প্রমুখ। বক্তারা বলেন, ছত্রাকজনিত কারণে গমে ব্লাস্ট রোগের আক্রমণ হয়।
×