ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফটিকছড়িতে বালু উত্তোলন ॥ হুমকির মুখে সড়ক

প্রকাশিত: ০৫:৩৬, ২৩ নভেম্বর ২০১৭

ফটিকছড়িতে বালু  উত্তোলন ॥ হুমকির মুখে সড়ক

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ২২ নবেম্বর ॥ অবৈধভাবে বালু উত্তোলন করায় সর্তা খালের ভাঙ্গনে উপজেলার খিরাম-ধর্মপুর সড়ক যোগাযোগ হুমকির মুখে পড়েছে। সড়ক পথে ঝুঁকি নিয়ে চলাচলে ভোগান্তি চরমে পৌঁছেছে। যে কোন মুহূর্তে সড়কটি খালে বিলীন হয়ে যেতে পারে। অবৈধ বালু উত্তোলন বন্ধ ও বেড়িবাঁধ নির্মাণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী। স্মারকলিপি পেয়ে অভিযানে যান নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায়। তিনি বলেন, ভাঙ্গনের কবলে পড়া সড়কটি মেরামত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেবেন। ভাঙ্গনকবলিত এলাকা সংলগ্ন নানুপুরে খিরাম বাজার, খিরাম স্বাস্থ্যকেন্দ্র, খিরাম উচ্চ বিদ্যালয়, খিরাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, হচ্ছারঘাট মাদ্রাসা, মসজিদ-মন্দিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে যে কোন মুহূর্তে এলাকাবাসীর যোগাযোগ বন্ধ হয়ে যাবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) সূত্র জানায়, ৫ কিলোমিটার দীর্ঘ সড়কটি ২০১২ সালে ব্রিক সলিং করা হয়। শুরু থেকে সড়কের উত্তর ধর্মপুর আন্ধারমানিক এলাকাটি সর্তা খালের ভাঙ্গনের কবলে পড়ে। পরে ক্রমেই ভাঙতে থাকে।
×