ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভাগ্নিকে হত্যার দায়ে মামার ফাঁসি

প্রকাশিত: ০৫:৩৪, ২৩ নভেম্বর ২০১৭

ভাগ্নিকে হত্যার দায়ে মামার ফাঁসি

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে শিশু ভাগ্নিকে গলা কেটে হত্যার দায়ে তার মামাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- এবং অপর দুই জনকে যাবজ্জীবন সশ্রম কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অপর দুই আসামির প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম করাদন্ড দেয়া হয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক বুধবার সকালে এ রায় প্রদান করেন। ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি হলো শ্রীপুর উপজেলার চকপাড়া এলাকার রিপন মিয়া এবং যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলো বগুড়া জেলা সদরের ভাটকান্দি গ্রামের রবিউল ইসলাম এবং শেরপুর ঝিনাইগাতী থানার দিঘীরপাড় এলাকার মোজাফ্ফর। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিল।
×