ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেওয়ান সামছুর রহমান

ভরুক আনন্দে কৃষকের মন

প্রকাশিত: ০৫:২৮, ২৩ নভেম্বর ২০১৭

ভরুক আনন্দে কৃষকের মন

হেমন্তের আনন্দ নবান্ন উৎসবে। গ্রাম বাংলার কৃষকের সারা বছরের কষ্টের ফসল ঘরে তোলার এই আনন্দ অপার। সারা বছর দু’মুঠো খাবার যোগাতে যেখানে কৃষককে মাথার ঘাম পায়ে ফেলতে হয়, সেখানে নতুন ধান ঘরে তুলে ছেলেপুলে নিয়ে স্বস্তির সঙ্গে খেতে পাওয়ার পাশাপাশি নতুন ধানের পিঠা যদি দু’একবারও খাওয়া যায়, সেটাই কৃষকের জন্য নবান্ন উৎসব। পাকা ধানের মৌ মৌ গন্ধে চারদিক সুরভিত। হাড়ভাঙা খাটুনির পর মাঠভরা সোনালি ধান, কৃষকের মুখে হাসির বান, কৃষাণীর ব্যস্ততা। চারদিকে উৎসবের আমেজ। এমনটাই গ্রাম বাংলার চিরায়ত রূপ। হালকা কুয়াশার চাদর ছড়ানো সকাল আর সন্ধ্যা, হেমন্তের সীমান্তে হিমালয়ের হিম হিম হাওয়া, যা শীতের আগমনী বার্তা বহন করে। হিমেল সকালে মিষ্টি মিষ্টি রোদে শিউলি ফুল কুড়ানো, কাশবনের শুভ্রতায় বিদায় লগ্ন, ঘাসের নরম ডগায় শিশির বিন্দু, লাউয়ের কচি ডগার সতেজ রূপ, ধানের মাঠে সোনালি রঙের ছোঁয়া, কৃষকের মুখে খুশির আভা, কৃষাণীর প্রস্তুতি। এর সঙ্গে ধান কাটার জন্য কৃষকের কাস্তের রোয়া কাটানো, বুকভরা স্বপ্ন আর চোখে আনন্দের ঝিলিক। এ সবই যেন হেমন্তের রূপ। গ্রাম বাংলা প্রকৃত রূপের দৃশ্য। সেই রূপ যেন দিন দিন হারিয়ে যাচ্ছে যান্ত্রিকতা আর আধুনিকতার যাঁতাকলে। বাংলার সেই চিরায়ত রূপকে ধরে রাখতে আজকাল গ্রামীণ জীবনের পাশাপাশি কর্পোরেট বাণিজ্যের কলাণে শহরেও দেখা যাচ্ছে পিঠা উৎসব, নবান্ন আয়োজন। ইদানীংকালে শহরে নবান্ন উৎসব বেশ ঘটা করে পালন করা হচ্ছে। তবে সেটা যদি নতুন প্রজন্মকে জানানো কিংবা শিক্ষা দেয়ার উদ্দেশ্যে হয় তবে তা সাধুবাদ পাওয়ার যোগ্য। আর যদি তা না হয়, যদি বাণিজ্যিক উদ্দেশ্যে, স্বার্থসিদ্বির জন্য মেকি আয়োজন হয় তবে তা অবশ্যই দুর্ভাগ্যজনক। বাঙালীর উৎসবের ঋতু হেমন্ত, নবান্নের ঋতু হেমন্ত। আশা জাগানিয়া, দুঃখ ভোলানিয়া হেমন্ত। স্বপ্নের জাগরণে হতাশা আর নিরাশা ভুলে নবান্নের উৎসব হোক শুরু। সময়টা ফিরে পাক পালাগান, জারি গান, কবিগান আর গাজীর গীতের আসর জমানো সেই প্রকৃত গ্রাম বাংলাকে। ষড়ঋতুর বাংলাদেশে হেমন্ত আসুক অপার সম্ভাবনা আর সমৃদ্ধির শুভ সংবাদ নিয়ে। যে কৃষকের অক্লান্ত, ঘাম ঝরানো পরিশ্রমের ফসল ভোগ করে আমরা আজ আধুনিকতার শিখরে পৌঁছে যাচ্ছি, সেই কৃষককে যেন ভুগতে না হয় হতাশায়, থাকতে না হয় নিরন্ন। কৃষি আর কৃষক বেঁচে থাকলে, বেঁচে থাকবে এদেশ তার প্রকৃত রূপ ধারণ করে। হেমন্তের নবান্ন কৃষককে ভরিয়ে দিক হাসি, আনন্দ আর সচ্ছলতায়। সোনারগাঁ, নারায়ণগঞ্জ থেকে
×