ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৯০ শতাংশই গ্রামের বাসিন্দা বিদ্যুৎ-সুবিধা পায় না ॥ সিপিডি

প্রকাশিত: ০৪:০৮, ২২ নভেম্বর ২০১৭

৯০ শতাংশই গ্রামের বাসিন্দা বিদ্যুৎ-সুবিধা পায় না ॥ সিপিডি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের গ্রামের ৫১ শতাংশের বেশি লোক বিদ্যুৎ-সুবিধা পায়। আর শহরের ৮৪ শতাংশ মানুষ এই সুবিধা পায়। আর যারা বিদ্যুৎ সুবিধা পায় না, তাদের ৯০ শতাংশই গ্রামের বাসিন্দা। সার্বিকভাবে বাংলাদেশের ৬০ শতাংশ অঞ্চলে বিদ্যুৎ পৌঁছেছে, যা এশিয়ার নয়টি স্বল্পোন্নত দেশের (এলডিসি) মধ্যে সবচেয়ে কম। ইউনাইটেড ন্যাশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের (আঙ্কটাড) ‘এলডিসি ২০১৭’-তে এই কথা বলা হয়েছে। বুধবার একযোগে সারা বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। আঙ্কটাডের পক্ষে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বুধবার এই প্রতিবেদন প্রকাশ করে। এ উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংস্থাটি বলছে, আগামী ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নে এই পরিস্থিতি থেকে উত্তরণের বিকল্প নেই। সিপিডি মনে করে, গত ১০ বছরে বিদ্যুৎখাতে বিনিয়োগ ও উৎপাদন বাড়লেও অন্যান্য স্বল্পোন্নত দেশের তুলনায় এখনও অনেক পিঁছিয়ে বাংলাদেশ। যেখানে কম্বোডিয়ার মাত্র ৬ শতাংশ ও ভুটানের ১২ শতাংশ ব্যবসায়ী শিল্পে বিদ্যুৎ সমস্যা পান, সেখানে বাংলাদেশে এ সমস্যায় ভুগছেন ৫৩ শতাংশ ব্যবসায়ী। সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপনকালে সিপিডি’র নির্বাহী পরিচালক ডা. ফাহমিদা খাতুন বলেন, ১৯৯০ সাল থেকে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বাড়ছে। তবে জনসংখ্যা বর্ধমান থাকায় এর সুফল মিলছে না। এলডিসির মধ্যে নেপাল ও ভুটান বিদ্যুৎ-জ্বালানি ব্যবহারে সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে। সংস্থাটি বলছে, ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজি) অর্জন ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে উন্নীত হতে হলে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানিখাতে যথেষ্ট দেশি-বিদেশী বিনিয়োগের দরকার হবে। শিল্প ও সেবাখাতে বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে। সুশাসনের সঙ্গে বিদ্যুৎও সুলভমূল্যে সবার জন্য নিশ্চিত করতে হবে।
×