ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হঠাৎ করেই দেশে খেলাপি ঋণ বাড়েনি ॥ গবর্নর

প্রকাশিত: ০২:৫৮, ২২ নভেম্বর ২০১৭

হঠাৎ করেই দেশে খেলাপি ঋণ বাড়েনি ॥ গবর্নর

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের ব্যাংকিং খাতের খেলাপি ঋণ নিয়ে বাংলাদেশ ব্যাংক গরুতরভাবে সচেতন বলে জানিয়েছেন গভর্নর ফজলে কবির। তিনি বলেন, ‘ব্যাংকিং খাতে খেলাপি ঋণ একটি গুরুতর সমস্যা। এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ব্যাংক গুরুতর ভাবে সচেতন (সিরিয়াসলি কনসার্ন)। তবে হঠাৎ করেই দেশে খেলাপি ঋণের পরিমাণ বাড়েনি। এটা দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে বেড়েছে। এসময় তিনি ভুল রিপোর্টি নিয়েও কথা বলেন। তিনি বলেন, যেটা সঠিক সেটা সংশ্লিষ্ট ব্যক্তির কমেন্টস নিয়ে করলেও সঠিক না করলেও সঠিক। কিন্তু যেটা মিথ্যা সেটা সংশ্লিষ্ট ব্যক্তির কমেন্টস নিয়ে লিখলেও ভুল। বুধবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। পরে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। কর্মশালায় উপস্থিত ছিলেন- ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামান, নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা, ইআরএফ’র সভাপতি সাইফ ইসলাম দিলাল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ। এছাড়া বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবীদ ফয়সাল আহমেদ একটি উপস্থাপনা দেন।
×