ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তিন আসরে রুমেল খানের তিন রকম ফলাফল

প্রকাশিত: ০২:০৫, ২২ নভেম্বর ২০১৭

তিন আসরে রুমেল খানের তিন রকম ফলাফল

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরউ) টেবিল টেনিস ইভেন্টে টানা তিন আসরে অংশ নিয়ে তিনবারই ভিন্ন ভিন্ন স্থান অর্জন করেছেন রুমেল খান। দৈনিক জনকণ্ঠের এই স্পোর্টস রিপোর্টার গত (২০১৬) আসরে বাংলাদেশ সংবাদ সংস্থার সৈয়দ মামুনকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হন। এছাড়া ২০১৪ আসরে প্রথমবারের মতো অংশ নিয়ে হয়েছিলেন তৃতীয়। (২০১৫ আসরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি)। এবারের আসরে তিনি হয়েছেন রানারআপ। প্রাইম ব্যাংক-ডিআরইউ বার্ষিক ক্রীড়া উৎসবের অংশ হিসেবে বাংলাদেশ টিটি ফেডারেশনের সহযোগিতায় ও ডিআরইউ আয়োজিত টেবিল টেনিস টুর্নামেন্টের ২০১৭ আসরে চ্যাম্পিয়ন হয়েছেন সংগ্রামের জাফর ইকবাল। বুধবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে জাফর ইকবাল ১১-৯, ১১-৯ পয়েন্টে হারান জনকন্ঠের রুমেল খানকে। তৃতীয় স্থান নির্ধারণী খেলায় তারিকুল ইসলাম মাসুম (চ্যানেল আই) মাকসুদ-উন-নবীকে (চ্যানেল ২৪) হারান। রুমেল প্রথম রাউন্ডে ৯-১১, ১১-৮, ১১-৭ পয়েন্টে বাংলাদেশের খবরের মাহমুদুন্নবী চঞ্চলকে এবং সেমিফাইনালে ১১-৪, ১১-৫ পয়েন্টে চ্যানেল আইয়ের মাকসুদ-উন-নবীকে হারান। এছাড়া প্রথম সেমিফাইনালে জাফর ইকবাল তারিকুল ইসলাম মাসুমকে হারান।
×