ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আগামী বছর জিডিপি প্রবৃদ্ধি কমবে

প্রকাশিত: ২৩:৫৯, ২২ নভেম্বর ২০১৭

আগামী বছর জিডিপি প্রবৃদ্ধি কমবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি অর্জনের কাঙ্খিত ধারা হোঁচট খেতে পারে। আগামী বছর প্রবৃদ্ধি কমে হবে ৬ দশমিক ৮ শতাংশ। এমন পূর্বাভাস দিয়েছে, যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান বিজনেস মনিটর ইন্টারন্যাশনাল- বিএমআই। সেই সাথে চলতি হিসাবের ভারসাম্য নেতিবাচক হয়ে পড়ায় কমার আশঙ্কা রয়েছে ডলারের বিপরীতে টাকার মান। সংস্থাটির এমন বিশ্লেষণ অমূলক নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। সাধারণ মানুষের শ্রম ও ঘামে এগিয়ে চলেছে বাংলাদেশ। বলার অপেক্ষা রাখে না, মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির চাকাও সচল রেখেছে ব্যক্তিখাত। মূলত ব্যক্তিখাতের অবদানের প্রেক্ষিতে সরকারি হিসাবে গেল অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ২৮ শতাংশ। যদিও এনিয়ে দেশি-বিদেশি সংস্থার রয়েছে ভিন্নমত। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান বিএমআই বলছে, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি চলতি বছর শেষে দাঁড়াবে ৭ দশমিক ১ শতাংশ। যা আগামী ২০১৮ সালে কমে আসবে ৬ দশমিক ৮ শতাংশে। বিএমআই আন্তর্জাতিকভাবে প্রভাববিস্তারকারী গবেষণা প্রতিষ্ঠান হওয়ায়, তাদের এমন মূল্যায়ন ভাবিয়ে তুলেছে বিদেশি বিনিয়োগ আকর্ষণকারী প্রতিষ্ঠান বিডাকেও। সংস্থাটি মনে করে, বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক টানাপোড়ন বাড়ছে। যা ভবিষ্যতে সামাজিক অস্থিতিশীলতা তৈরি করতে পারে। এর ফলে বর্তমান ব্যবসার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে এবং বিনিয়োগ নিরুৎসাহিত করবে। বাংলাদেশের চলতি হিসাবের ভারসাম্যও জিডিপির অনুপাতে ঋণাত্মক হয়ে পড়েছে। আসছে বছর তা আরো কমে মাইনাস ১ ভাগে ঠেকবে বলে মনে করছে বিএমআই রিসার্চ। যে কারণে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ঘটবে এবং ডলারের বিপরীতে টাকার দর কমে ৮৪ টাকায় ঠেকবে বলে আভাস দিয়েছে সংস্থাটি। অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সরকারকে প্রতিশ্রুতি বাস্তবায়নে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে বলে মনে করেন এই অর্থনীতিবিদ।
×