ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তরুণ প্রকৌশলীকে গুলি করে ছিনতাই

প্রকাশিত: ০৮:০৭, ২২ নভেম্বর ২০১৭

তরুণ প্রকৌশলীকে গুলি করে ছিনতাই

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর এলিফ্যান্ট রোডে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। হাজারীবাগে ছিনতাইকারীরা তরুণ এক প্রকৌশলীকে গুলি চালিয়ে ল্যাপটপ, মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে গেছে। এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে ৬৩৫ কার্টন বিদেশী সিগারেট জব্দ করা হয়েছে। মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোডে বিদ্যুতস্পৃষ্ট হয়ে শুকুর আলী (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের গ্রামের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মহেষপুরে। তিনি খিলগাঁও থানার নন্দীপাড়া এলাকায় থাকতেন। নিহতের সহকর্মী ফারুক হোসেন জানান, সোমবার রাতে এলিফ্যান্ট রোডে বাটা সিগন্যালের পাশে একটি ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ করছিলেন তারা। পাইলিংয়ের খুঁটি খোলার সময় পাশের বিদ্যুতের তারের ওপর খুঁটি পড়ে যায়। এ সময় বিদ্যুতস্পৃষ্ট হন শুকুর আলী। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছিনতাই ॥ রাজধানীর হাজারীবাগে ছিনতাইকারীরা মুশফিকুর রহমান সায়েম (৩২) নামে তরুণ এক প্রকৌশলীকে গুলি চালিয়ে ল্যাপটপ, মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে গেছে। পরে গুলিবিদ্ধ আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের বন্ধু শাকিল জানান, সায়েম সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সোমবার রাতে সে হাজারীবাগ থেকে রিক্সায় চড়ে নিলাম্বর শাহ রোডের বাসায় ফিরছিল। পথিমধ্যে রাত সাড়ে ১১টার দিকে শেখ ফজিলাতুন্নেছা স্কুল এ্যান্ড কলেজের সামনে এলে তিন ছিনতাইকারী তার রিক্সা গতিরোধ করে। ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা তার ডান ঊরুতে গুলি করে তার সঙ্গে থাকা ল্যাপটপ ও মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ২০ লাখ টাকার অবৈধ বিদেশী সিগারেট জব্দ ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে ৬৩৫ কার্টন বিদেশী সিগারেট জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব পণ্যের মূল্য প্রায় ২০ লাখ টাকা।
×